গীতিকারঃ মল্লিক মাহমুদ
সুরঃ মাহমুদ ফয়সাল
কণ্ঠঃ রেদওয়ান হৃদয়, মুখতার হোসেন মারুফ, আ আল নোমান, মাসুম ভূঁইয়া, আব্দুল আহাদ ও মাহমুদ ফয়সাল।
বছর পেরিয়ে কত রমাদান আসে, কত রমাদান চলে যায়-
গুনাহের কালি তবু রয়েছে আজো, এ আমার আমলনামায়-
হায় হায়, হায় কী উপায়.....
ওমরের মত আহা পারিনি হতে, পরিপাটি ঈমানের কোনো দাবীদার-
আবুবকরের মত অবিরাম কেঁদে, খুঁজিনি তো আল্লাহর দয়া বেশুমার।
খুঁজিনি তো মুক্তির উপায়-
গুনাহের কালি তবু রয়েছে আজো, এ আমার আমলনামায়-
হায়, হায়, হায় কী উপায়.....
হৃদয় আকাশ জুড়ে বাঁধেনি জমাট, বেহেশতি রঙ মাখা সিয়ামের নূর-
দুনিয়ার মোহ আর আলেয়ার মায়া, মনের গহীন থেকে হয়নি তো দূর।
খাঁটি পথ চিনিনি তো হায়-
গুনাহের কালি তবু রয়েছে আজো, এ আমার আমলনামায়-
হায়, হায়, হায় কী উপায়....