সিয়ামের দিন হোক কিয়ামের রাত-Siyamer din hok kiamater rat
শিল্পী ও সুর: ইকবাল এইচজে
গীতিকারঃ রকিবুল আহসান মিনার
সিয়ামের দিন হোক কিয়ামের রাত
গুণাহের মাফ পেতে তোলো দুই হাত
অনুতাপে অনুভবে হয়ে যাও নত
রমাদানে রহমত ঝরে অবিরত।
আরশের মালিকের অবারিত ক্ষমা
পেতে পারো রোজাদার তুলে মোনাজাত।।
কুরানের পাতা খুলে পড়ো একে একে
আমলের খাতা ভরো হরফের নেকে।
হাদীসের বাণী পড়ে ভরে নাও মন
ইবাদাতে কেটে যাক দিবানিশি ক্ষণ।
অবসর চলফেরা জিকিরের হোক
সব পাপ ঝরে যাক ভিজে আঁখিপাত।।
ইতেকাফ করো তুমি মালিকের ঘরে
কদরের রাতে রব পাপ ক্ষমা করে
যতো বেশি পারা যায় ইবাদাতে রও
রমাদানে মালিকের কাছাকাছি হও।
হায়াতের গাছ থেকে ঝরে যায় পাতা
খুলে খুলে দেখো তুমি আমলের খাতা।
কবরের কথা ভাবো হাশরের মাঠ
কাফনের আবরণে লাশ বাহি খাট।
কতো পাপ করা হলো জানা অজানায়
বেহিসেব ক্ষমা ছাড়া পাবেনা নাযাত।।