সিয়ামের দিন হোক কিয়ামের রাত-Siyamer din hok kiamater rat

শিল্পী ও সুর: ইকবাল এইচজে

গীতিকারঃ রকিবুল আহসান মিনার

সিয়ামের দিন হোক কিয়ামের রাত

গুণাহের মাফ পেতে তোলো দুই হাত

অনুতাপে অনুভবে হয়ে যাও নত

রমাদানে রহমত ঝরে অবিরত।

আরশের মালিকের অবারিত ক্ষমা

পেতে পারো রোজাদার তুলে মোনাজাত।।


কুরানের পাতা খুলে পড়ো একে একে

আমলের খাতা ভরো হরফের নেকে।

হাদীসের বাণী পড়ে ভরে নাও মন

ইবাদাতে কেটে যাক দিবানিশি ক্ষণ।

অবসর চলফেরা জিকিরের হোক

সব পাপ ঝরে যাক ভিজে আঁখিপাত।।


ইতেকাফ করো তুমি মালিকের ঘরে

কদরের রাতে রব পাপ ক্ষমা করে

যতো বেশি পারা যায় ইবাদাতে রও

রমাদানে মালিকের কাছাকাছি হও।


হায়াতের গাছ থেকে ঝরে যায় পাতা

খুলে খুলে দেখো তুমি আমলের খাতা।

কবরের কথা ভাবো হাশরের মাঠ

কাফনের আবরণে লাশ বাহি খাট।

কতো পাপ করা হলো জানা অজানায়

বেহিসেব ক্ষমা ছাড়া পাবেনা নাযাত।।

Muhammad - Kalarab | দারুণ সুরের গজল
Din Bodoler Din । দিন বদলের দিন । Abir Hasan । Kalarab । Holy Tune
তেমন মানুষ মিলবে না আর লিরিক্স -Temon Manush milbena ar Lyrics
কেউ যদি অন্যায় করে-Kew Jodi Onnai Kore
ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি লিরিক্স-Inchi Inchi Mati- Muhib khan lyrics
কথাতে ভুল হলে নিরবে যেও ভুলে লিরিক্স-Kothate Vul Hole Lyrics
বৃষ্টি ফোটায় রহম ঝরে জুময়াবারের দিনে | Friday Song | Jummah Mubarak |Saimum lyrics
দুয়ারে আইসাছে পালকি | Duare Aisache Palki
আমার আখিঁ ফাকি দিয়ে-Amar Akhi Faki Diye
দাজ্জাল রুখো - জাগরণী সংগীত | Dajjal Rukho - Kalarab