রহমের বৃষ্টিতে ভিজলো জমিন-Rohomer Brishty Gojol Jaima Noor 

কথা: নুরুজ্জামান শাহ

সুর: লিটন হাফিজ চৌধুরী

শিল্পী: জাইমা নূর

রহমের বৃষ্টিতে ভিজলো জমিন

হৃদয় সাগরে এলো বারাকার ঢেউ

বুকের উঠোনে নাচে নাজাতের দিন

কি যে সুখ রব ছাড়া বুঝবে না কেউ


কান পাতো শোনো গায় সাত আসমান

খোশ আমদেদ এলো মাহে রমাদান।।


এই মাস মালিকের সেরা উপহার

অবহেলা করে তাকে হারাবো না আর

সিয়াম কিয়ামে রবো রত নিশিদিন

ছড়াবো আমল ফুলে খুশবুর ঘ্রাণ।।


এসো করি পাপগুলো পুড়ে পুড়ে ছাই

ফোটাই ঠোঁটের পাড়ে হরফের ফুল

কদরের রাত যদি একবার পাই

মুছে যাবে জীবনের গুনাখাতা ধুল!


এই মাস হেলা করে যদি চলে যায়

তুমি বড় হতোভাগা এই দুনিয়ায়

রোজা রাখো ক্ষমা চাও খুলে আছে দার

তাকাও দু'চোখ মেলে দ্যাখো রাইয়ান।।

ওগো কামলিওয়ালা নবী সাল্লে আলা লিরিক্স-Ogo kamliwala Gazi Anas Rawshan
জায়নামাজে দাঁড়িয়ে রাতে | Jaynamaje dariye rate lyrics | সাইমুম শিল্পী গোষ্ঠী
এখন আর কেউ বলেনা | Adorini Ma lyrics | সাইমুম
কেমনে যাবো সোনার মদিনা - Kemne Jabo Sonar Madina
শিশুদের প্রিয় নবী (সা.) - হুমায়রা আফরিন ইরা
মোবাইল নিয়ে যুগোপযোগী গজল - Baby Najnin - মোবাইলের অপব্যবহার - নতুন গজল 2021
খুশির আজ রঙ লেগেছে আকাশে চাদ উঠেছে লিরিক্স
কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন লিরিক্স Koto janajar porechi namaj diyechi koto dafon lyrics
শুধু কাগজে লিখিনি নাম তোমার লিরিক্স-Priyo Muhammad Lyrics
সালামুন আলাইকা ইয়া রাসুল আল্লাহ