বদর বিজয় শেষে এলো যে ক্বদর-Bodor Bijoy Sheshe Elo Je Kodor
কথা: যায়িদ রুসাফী
সুর: লিটন হাফিজ চৌধুরী
শিল্পী: জাইমা নূর
বদর বিজয় শেষে এলো যে ক্বদর
ডুবে যাও মন তুমি রবের তালাশে
সুগন্ধে ভরে যাক নিয়তের ঘর
শুদ্ধতা ছেয়ে যাক জীবন প্রহর।।
হাজার মাসের চেয়ে যেরাতের মুল্য
শতগুন বহুগুন হয়না যে তুল্য
নিশিথে হও তুমি ইবাদতে মশগুল
অশ্রু ঝরাও মুছে যাবে গুনাহ ভুল
নবায়ন হোক মন...
নবায়ন হোক ফের বাহির ভিতর।।
এরাতে নাযিল হলো পাক কালাম
মহামহিমান্বিত রবের বিধান
ফয়সালা হয়ে যায় মানুষের ভাগ্য
পুলসিরাতের তরে এসো হই যোগ্য
সাজুক নুরে মন..
সাজিয়ে রাখি নুরে এই অন্তর।।