শিল্পী-মুনাইম বিল্লাহ
গীতিকার, সুর ও সঙ্গীত প্রযোজক: আবু উবায়দা
আল্লাহু আল্লাহু
আল্লাহু আল্লাহু
আল্লাহু আল্লাহু
আল্লাহু
আল্লাহু আল্লাহু
আল্লাহু আল্লাহু
আল্লাহু আল্লাহু
আল্লাহু
চারিদিকে তোমার নিয়ামত
নদী-নালা পাহাড় পর্বত
করে চলে কেবল ইবাদত.... আল্লাহু
মেঘে মেঘে বিজলী চমকানো
গুম গুম করে তার ধমকানো
নিদারুণ আলো ঝমকানো...আল্লাহু
করে দিলে উজাড় সুখ হিয়ার
করলে গুনাহে হুশিয়ার
ভাষা নাই আমার শুকরিয়ার... আল্লাহু
কথপোকথনে থাকো তুমি
কী দারুন খেলা খেলো তুমি
সারা পৃথিবী গাহে.. আল্লাহু
ভালবাসার আকাশ জুড়ে
সীমাহীন প্রেমের ঘুড়ি ওড়ে
তনুমন ভরা তব নূরে..... আল্লাহু
হৃদপিন্ডের ডিপ ডিপ আওয়াজ
ভ্রম্মান্ডের রাজাধীরাজ
তবুও করি তোমায় নারাজ.... আল্লাহ
পাপ মোচনে তওবার দ্বার খোলা
দুরে কেন ওরে তুই মন ভোলা
আয় ফিরে আয় ডাকি তারে....আল্লাহু
সাড়া দেয় প্রভু বান্দারই ডাকে
পরম আদরে জড়িয়ে রাখে
হদয়ে রাখো আল্লাহু