ঈদের খুশি-Eider Khushi
গীতিকারঃ হোসেন আল হাফিজ
সুরঃ আহমেদ আবদুল্লাহ
রেকর্ড লেবেল: হলি টিউন স্টুডিও
মোবারক হোক ঈদ মোবারক
মোবারক হোক ঈদ মোবারক
আসসালামু আলাইকুম লওহে খো স্বন্দেদ
আ— হা— তারা-রা-রা- তারা-রা-রা- রা-
ও—-
“চাঁদ ওঠেছে মন বাগানে,
ফুটলো ঈদের ফুল।
বাঁকা চাঁদের আলোয় ভুবন
খুশিতে মাশগুল”
লওহে খো স্বন্দেদ লওহে খো স্বন্দেদ
লওহে খো স্বন্দেদ লওহে খো স্বন্দেদ
যাও ভুলে যাও রাগ অভিমান
সকল ভেদাবেদ
আজকে সবার মনে বাজুক
সুরেলা সংগীত
“আসসালামু আলাইকুম
ঈদ মোবারক ঈদ”
“আসসালামু আলাইকুম
ঈদ মোবারক ঈদ”
আসসালামু আলাইকুম
ঈদ মোবারক ঈদ
“ঈদের খুশি মায়ের হাতের
খুভ মজাদার পিঠা
সকাল হলে লাচ্ছি সিমাই
পায়েশ মিঠা মিঠা”
ঈদের খুশি হোক ঈদের খুশি হোক
ঈদের খুশি হোক ঈদের খুশি হোক
পায়না খাবার যারা
তাদের খাবার আবশ্যক।
আজ রবেনা কোন ফারাক
দ্বন্দ বিপরিধ
“আসসালামু আলাইকুম
ঈদ মোবারক ঈদ”
“আসসালামু আলাইকুম
ঈদ মোবারক ঈদ”
আসসালামু আলাইকুম
ঈদ মোবারক ঈদ
ঈদ এলো এলোরে ঈদ এলোরে
ঈদ এলো এলোরে ঈদ
ওও–
ঈদ এলো এলোরে ঈদ এলোরে
ঈদ এলো এলোরে ঈদ
“আজকে উড়ুক মনের পাখি
ডানা মেলে মেলে
বাবার সাথে ঈদ্গা যেতে
বায়না ধরুক ছেলে”
আজকে খুশির দিন আজকে খুশির দন
আজকে খুশির দিন আজকে খুশির দন
খুশব আতর মেখে
সবাই সাঁঝ রঙে রঙিন
পড়তে নামাজ মমিনের আজ
বিশ্বটা মসজীদ
“আসসালামু আলাইকুম
ঈদ মোবারক ঈদ”
“আসসালামু আলাইকুম
ঈদ মোবারক ঈদ”
আসসালামু আলাইকুম
ঈদ মোবারক ঈদ
আপনার মতামত লিখুন