রোজা মানে নয় তো শুধু থাকা উপবাস-Roja Mane Noyto Sudhu Thaka Upobas
কথা ও সুুুুরঃ তোফাজ্জল হোসাইন খান
শিল্পীঃ নাফিস
রোজা মানে নয় তো শুধু
থাকা উপবাস,
রোজা মানে শুদ্ধ থাকা
বাকি এগারো মাস
হতভাগা সেই রোজাদার
খুব পিপাসায় নেয় না খাবার,
বুকের ভেতর লালন করে
মন্দ অভিলাষ,
খাঁটি দিলে তওবা করে
চোখ ভিজিয়ে ডাকো তারে
জিকিরে মগ্ন রাখো
প্রতিটি নিশ্বাস
কত রোজা এলো গেলো,
ভেবে দেখো মন
জীবন ঘুড়ি দূর আকাশে
ভাসবে কতখন
সিয়ামের লগ্ন এল,
নাজাতের দ্বার খুলিল
পাপি তাপি পেয়ে যাবে
জান্নাতের আশ্বাস