ভাবতে যখন বসি দুচোখ বুজে-Vabte Jokhon Bosi Lyrics
শিল্পীঃ জাইমা নূর
কথাঃ আবু তাহের বেলাল
সুরঃ সাইফুল্লাহ মানছুর
সাউন্ড ডিজাইনারঃ জুলকারনাইন
সম্পাদনাঃ রাসেল
রেকর্ডঃ ইনোভেশন স্টুডিও
গ্রাফিক্সঃ এম এ তাওহীদ
সংগীত ও ভিডিও পরিচালনাঃ লিটন হাফিজ চৌধুরী
ভাবতে যখন বসি দুচোখ বুজে
সান্ত্বনা সুখ পাইনে কোথাও খুঁজে,
ফিলিস্তিনের ভাগ্যাহত অবোধ শিশু আমি-
সব হারিয়ে কাঁদছি দিবসযামি।।
তোমার আছে বসতভিটে বাড়ি
আছে হরেক খেলার পুতুল গাড়ি,
আমার বলে নেই কিছু নেই আর-
দুঃখ ছাড়া সস্তা কিবা দামী।।
মা বাবাকেও ওরাই নিলো কেড়ে
বুলেট ছুঁড়ে মারলো ভাই ও বোন,
দিনে দিনে যাচ্ছে জুলুম বেড়ে-
অনাহারেই কাটাই সারাক্ষণ।
জীবন জুড়ে পাই না ঈদের দেখা
ইচ্ছে হলেও হয় না পড়া-লেখা,
আমার মতো হাজার শিশুদের
বড়ো হবার স্বপ্ন গেছে থামি।।