কথাঃ হোসেন নূর
সুরঃ শাহাবুদ্দিন শিহাব
গায়িকা: হুমায়রা আফরিন ই
হালাল-হারাম যে মানে না
যে শোনে না বারণ,
নামাজ-রোজা সব বৃথা তার,
হারাম খাওয়াই কারণ।
হালাল পথে রুজি করো
খরচ করো সেথা,
যেথায় তোমার রবের রাজি
ঈমানে নেই,ব্যথা।
কোনটা নিজের কোনটা পরের
ধার ধারেনা যেজন
মুমিন কভু বলে নাতো
মিথ্যা কারো সাথে,
সুযোগ পেলে দেয় না ভেজাল
হালাল ব্যবসাতে।
ধোঁকা দেওয়া ঠকবাজিতে
ন্যস্ত থাকে যেজন
ভাবো যারা এই দুনিয়ায়
পার পেয়েছি কত!
জেনে রেখো সামনে তোমার
বিপদ অবিরত।
তওবা করার আগে আগেই
যার এসে যায় মরণ।