গায়ক: মুহাম্মদ বদরুজ্জামান, আবু রায়হান, তাওহিদ জামিল, হাসান মাহদি, আহনাফ খালিদ ও ফজলে এলাহি সাকিব
গীতিকারঃ তানভীর আজিজ সাকিব
সুরঃ মুহাম্মদ বদরুজ্জামান
খুশির আজ রঙ লেগেছে
আকাশে চাদ উঠেছে…
সিয়ামের খুশির আমেজ
নিয়ে আজ ঈদ এসেছে
পাপি তাপি পাপ মুছে আজ
ছুটেছে একা কারে
ফলাফল অংশ পেতে যেতে চায় ঈদ গাহে
হিংসা বিদেদ সব মুছে ফেলে আজ
মুসাহ ফা তে নেই ফারাক
ঈদুল মুবারক হাবিবি ঈদুল মোবারক
ঈদ মোবারক, ঈদ মোবারাক, ঈদ মোবারাক……
আজ সব বেদাবেদ ভুলে গিয়ে
সাজাবে শবে নতুন জিবন
রহম নাজাত আর ক্ষমা পেয়ে
হয়ে গেছে প্রভুর আপন
শান্তি আলোয় সব ফিরে গিয়ে আজ
ভালোবাসার দুহাত বাড়াক
ঈদুল মুবারক হাবিবি ঈদুল মোবারক
জান্নাতি সাঝ সবার ঘরে
মেহেদী সুরমা আতর ঘৃনে
ক্ষমার আওয়াজ সবার মুখে
দিবেন ক্ষুদা আজ সবে
শান্তি আলোয় সব ফিরে গিয়ে আজ
ভালোবাসার দুহাত বাড়াও
ঈদুল মুবারক হাবিবি ঈদুল মোবারক
ঈদ মোবারক, আহা… ঈদ মোবারক,ওহ ঈদ মোবারাক, ঈদ মোবারক।