VALOBASAR PHUL || ভালোবাসার ফুল || HUMAYRA AFRIN ERA
গীতিকারঃ আবু তাহের বেলাল
সুরঃ এস এম মঈনুল ইসলাম
গায়িকা: হুমায়রা আফরিন ইরা
রেকর্ডঃ আলাপন মিউজিক ল্যাব
প্রযোজকঃ আব্দুল আউয়াল
পরিচালকঃ এম জহিরুল ইসলাম
মনে মনে সংগোপনে
দিন রজনী ক্ষণে ক্ষণে-
আমার করা পাপগুলোকে
তুমিই কেবল জানো,
তবু তোমার ভালোবাসায়
আমায় তুমি টানো
প্রিয় শুধু তুমি একাই দেখো আমার ভুল,
জেনেশুনেও দাও ছড়িয়ে ভালোবাসার ফুল
তুমি ছাড়া কেউ বোঝে না
আমার অভিমানও
কথায় কাজে আমি তোমার
মন মতো নই মোটে,
সকাল সাঁঝে পথ হারাবার
শঙ্কা হাজার জোটে
আমি যখন খুব করে অই সীমা ছাড়া হই,
একবারেই বারে বারেই তোমায় ভুলে রই,
তোমার দিকেই টানতে তখন
প্রবল আঘাত হানো