যখন আমি ছোট্ট ছিলাম -Jokhon Ami Chotto Chilam Lyrics

কথাঃ আবদুল্লাহ আল মাসুম

সুরঃ আল আমিন সাদ

গায়কঃ হুমায়রা আফরিন ইরা ও আব্দুল আউয়াল

আব্বু......

যখন আমি ছোট্ট ছিলাম 

করতে কত আদর

ছিলাম আমি চোখের মণি

জড়ায় বুকের চাদর

রবের কাছে এই ফরিয়াদ

তোমায় যেন স্নেহ বিলে 

আমায় যেমন দিলে।।


আম্মু.......

তুমি আমার গুল বাগিচায়

একটি সুরের পাখি

হাজার ফুলের সুবাস মাখা

তুমি শীতল আঁখি

সব ভুলে যাই মাগো তখন

তোমায় বুকে নিলে।।


রাগ করোনা আব্বু আমার

করলে হাজার ভুল

খোপায় তুমি বেধে দিও

একটি আদর ফুল।।


আম্মু.....

তুমি হলে বেহেশত আমার

একটি চাঁদের বাটি

গল্প বলা কিংবা শুনার 

মিষ্টি রসাদ খাটি

তোমায় দেখেই বুকে যেন

পরম শান্তি মিলে।।

বলতে পারো কার তুলিতে লিরিক্স-Bolte Paro Kar Tulite Akash Holo Nil
এই দুটি চোখ দিয়েছো বলে লিরিক্স -Ei Duti Chokh Diyecho Bole lyrics
আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু - Allahu Allahu Tumi Jalle Jalalu | Jaima Noor
যদি কথা দাও বন্ধু দ্বীনের পথে দৃঢ় থাকবে - Jodi Kotha Daw Bondhu | Raad Ezama
কার মার্তবা বেশী? নবী পাকের না ইমাম পাকের - Baby Najnin - New Official Video
হে খোদা দয়াময় রহমান রহিম - জাইমা নূর
ঘুমন্ত শার্দুল জেগে ওঠো লিরিক্স
মালিক রে ভুলিয়া লিরিক্স-Malikre Vulia Kalarab
নবী আমি তোমার ছবি আঁকি দিলেতে- Nabi Ami Tomar Chobi aki dilete
সমাধান চাও যদি লিরিক্স- Somadhan chao jodi lyrics