যখন আমি ছোট্ট ছিলাম -Jokhon Ami Chotto Chilam Lyrics
কথাঃ আবদুল্লাহ আল মাসুম
সুরঃ আল আমিন সাদ
গায়কঃ হুমায়রা আফরিন ইরা ও আব্দুল আউয়াল
আব্বু......
যখন আমি ছোট্ট ছিলাম
করতে কত আদর
ছিলাম আমি চোখের মণি
জড়ায় বুকের চাদর
রবের কাছে এই ফরিয়াদ
তোমায় যেন স্নেহ বিলে
আমায় যেমন দিলে।।
আম্মু.......
তুমি আমার গুল বাগিচায়
একটি সুরের পাখি
হাজার ফুলের সুবাস মাখা
তুমি শীতল আঁখি
সব ভুলে যাই মাগো তখন
তোমায় বুকে নিলে।।
রাগ করোনা আব্বু আমার
করলে হাজার ভুল
খোপায় তুমি বেধে দিও
একটি আদর ফুল।।
আম্মু.....
তুমি হলে বেহেশত আমার
একটি চাঁদের বাটি
গল্প বলা কিংবা শুনার
মিষ্টি রসাদ খাটি
তোমায় দেখেই বুকে যেন
পরম শান্তি মিলে।।