মদিনায় ফুটলো প্রেমের ফুল-Madinay Futlo Premer Ful

কথাঃ নুমান আব্দুর রহিম

সুরঃ এস এম মঈনুল ইসলাম

গায়িকা: হুমায়রা আফরিন ইরা

মদিনায় ফুটলো প্রেমের ফুল

তার রঙটি রঙিলা 

যার প্রেমেতে পাগলপারা 

সমগ্র কাবিলা

সে আমাদের প্রিয় নবী

মোহাম্মাদ রাসুল

যার আগমন পেয়ে হলো

ধরা যে অতুল ॥


সুরভি ছড়ালো যে সে

সারা জগতময় (জগতময়)

সেই সুবাসে জাগলো পাড়া 

মানুষেরই হৃদয় 

পথের দিশা পেলো তারা

ভাঙল যাদের ভুল ॥


রাহমাতুলল্লি আলামীন সে

রহমতের নবী (রহমতের)

যার পরশে ধন্য হলো

দু’জাহানের সবি

তার উপরে পড়তে দুরুদ

সকলি ব্যাকুল ॥


মোহাম্মাদ রাসূল

শ্রেষ্ঠ প্রেমের ফুল

ধরা যে অতুল

নবীজি ধরা যে অতুল

নবীজি মোহাম্মাদ রাসূুল

নবীজি শ্রেষ্ঠ প্রেমের ফুল

নবীজি মদিনার বুলবুল।।

মা ছাড়া দুনিয়ায় আপন কেহ আর লিরিক্স- Ma chhara duniyay Lyrics
আবার আসুক বায়ান্ন লিরিক্স - Abar Asuk Bayanno Lyrics
আমার গানের ভাষা জীবনের সাথে যেন লিরিক্স-Amar Ganer Bhasa
আমার মায়ের কারণে স্নেহ ভালোবাসা আর মায়া মমতায় Maa Gojol Mahmud Faysal
নীল আসমান সবুজ পৃথিবী লিরিক্স-Neel Asman Sobuj Prithibi Gojol
ঢাকা শহর আজব ঢাকা- Dhaka shohor Ajob Dhaka
খোদার কথা মেনে নিলে মন ভালো হয় লিরিক্স-Khodar Kotha Gojol Lyrics Abu Ubayda
যদি লিখতে শুরু করি লিরিক্স-Jodi likhte shoro kori lyrics
সাহারার তপ্ত মরুতে লিরিক্স-Shaharar Topto Morute
Allahke Pawa Lyrics । আল্লাহকে পাওয়া । Ahmod Abdullah । Kalarab