ওগো আমার আদরিনি সোহাগিনি বোন-Ogo amar Adorini Sohagini Bon
গীতিকারঃ কবির আল মামুন
সুরঃ এস এম মঈনুল ইসলাম
গায়িকা: হুমায়রা আফরিন ইরা
ওগো আমার আদরিনি সোহাগিনি বোন
মা ফাতিমার আদর্শতে গড় এই জীবন
পর্দা কর বিধান মতে সঠিকভাবে জেনে
ধৈর্যশীলা হওগো বোন দ্বীনের কথা মেনে
বাবা মায়ের খেদমতে তুমি থেকো অনুক্ষণ।।
আপন কাজে হও তুমি আলোতে রোশনাই
আমলেতে হও বিদুষী তাজাল্লী জোছনায়
খোদার রহম মাখা হোক তোমার এ ভুবন।