আল-কুরআনের বাতি মোরা-Al quraner bati mora
কথাঃ কে এম মুনির হুসাইন
সুরঃ এস এম মঈনুল ইসলাম
গায়িকা: হুমায়রা আফরিন ইরা
আল-কুরআনের বাতি মোরা
থাকি সতেজ প্রাণ
হেরার আলো যাই বিলিয়ে
গেয়ে মধুর গান-
আমরা পড়ি আল কুরআান
বুকে ধরি আল কুরআন।।
এই কুরআনকে বুকে নিয়ে
ডাকি সবাইকে
পথ হারিয়ে যেওনাকো
ভুলে প্রভুকে-
এসো সবাই কুরআন ধরি
অর্থ বুঝে কুরআন পড়ি
কুরআন পড়ে জীবন গড়ি
এই তো আহবান।।
আল কুরআনের আলো
ঘরে ঘরে জ্বালো
ঘরে ঘরে জ্বালো
আল কুরআনের আলো
এই কুরআনের আলোর পথে
ডাকি সবাইকে
জীবন তোমার গড়ে তোল
এরই আলোকে
কোরআন মুখী জীবন হলে
দুঃখ কষ্ট যাবে চলে
কুরআন শুধু দিতে পারে
সকল সমাধান।।