আল-কুরআনের বাতি মোরা-Al quraner bati mora

কথাঃ কে এম মুনির হুসাইন

সুরঃ এস এম মঈনুল ইসলাম

গায়িকা: হুমায়রা আফরিন ইরা

আল-কুরআনের বাতি মোরা 

থাকি সতেজ প্রাণ 

হেরার আলো যাই বিলিয়ে 

গেয়ে মধুর গান- 

আমরা পড়ি আল কুরআান 

বুকে ধরি  আল কুরআন।। 


এই কুরআনকে বুকে নিয়ে 

ডাকি সবাইকে 

পথ হারিয়ে যেওনাকো 

ভুলে প্রভুকে- 

এসো সবাই কুরআন ধরি 

অর্থ বুঝে কুরআন পড়ি 

কুরআন পড়ে জীবন গড়ি 

এই তো আহবান।। 


আল কুরআনের আলো 

ঘরে ঘরে জ্বালো 

ঘরে ঘরে জ্বালো 

আল কুরআনের আলো 


এই কুরআনের আলোর পথে 

ডাকি সবাইকে 

জীবন তোমার গড়ে তোল 

এরই আলোকে

কোরআন মুখী জীবন হলে

দুঃখ কষ্ট যাবে চলে

কুরআন শুধু দিতে পারে 

সকল সমাধান।।

মরমি গজল। Aj Achi Kal Nei। আজ আছি কাল নেই। Noor Hussain । Bangla Gojol
বড় ছোট সব গুনাহের হিসেব হবে সকল পাপের লিরিক্স-Hashore | Gazi Anas Rawshan
কুল আলমের খাজানা - Baby Najnin - Kul Alomer Khazana - New Official Video 2021
হাসি মুখের সাদকা | HASHI MUKHER SADKA lyrics | সাইমুম শিল্পী গোষ্ঠী
প্রভু তুমি বলেছো রাসুল দেবে না লিরিক্স | Provu Tumi Bolecho Rasul Debe Na Lyrics
স্বাধীনতা দিবস স্পেশাল - Baby Najnin - ধনধান্য পুস্প ভরা - Best Independence Day song
আল্লাহ তুমি সৃষ্টিকারী তুমি পালনকারী-Allah Tumi Sristikari
ফেরেশতারা নিমেষহারা | FERESHTARA NIMESHHARA | SAIMUM
মন জুড়ানো একটি হামদ - Baby Najnin - রাব্বে কাবা - নিউ গজল
কি হবে হতাশ হয়ে হারিয়ে গিয়ে লিরিক্স- ki hobe hotash hoye