ইয়া রব্বী লাকাল হামদ ওয়ারহাম-Ya Rabbi Lakal Hamd Lyrics

কথাঃ খাদিজা আক্তার রেজায়ী

সুরঃ আবুল আলা মাসুম

গায়িকাঃ হুমায়রা আফরিন ইরা ও নুসরাত জেরিন

আমি আকাশের আকার দেখি

আমি নীল নীল আকাশের আকার দেখি

আমি বাতাসের শব্দ শুনি

আমি ঝিরিঝিরি বাতাসের শব্দ শুনি 

আমি সাগরের ঝিলিক দেখি

আমি ঝিলিমিলি সাগরের ঝিলিক দেখি 

আমি পাহাড়ের হিসেব গুনি

আমি উঁচু নিচু পাহাড়ের হিসেব গুনি 

এ পাহাড়,আকাশ কার?

জানি তার নাম

রব্বানা ওয়া লাকাল হামদ ওয়ারহাম

ইয়া রব্বী লাকাল হামদ ওয়ারহাম।।


সাগরের ঢেউয়ে ঢেউয়ে লেখা যার নাম

আকাশের মেঘ যাকে ডাকে অবিরাম 

তাতো কেউ বোঝেনা

কেউ মানে খোঁজেনা

গ্রীষ্মের কড়া রোদে ঝরে কেন ঘাম।।


বৃষ্টির তালে তালে শুনি তার নাম

বাতাসের শব্দে তা শুনি অবিরাম 

পাখিদের গানে গানে 

সেই সুরই বাজে কানে

সন্ধ্যে সকালে তারা গায় যার নাম।।

কতো জানাযার পরেছি নামাজ-Koto Janajar porechi namaj
সাইমুমের দুই ক্ষুদে শিল্পীর কণ্ঠে বাবা গান-২ | বাবা সপ্ত-সমুদ্দুর | BABA SHOPTO SHOMUDDUR | SAIMUM
মুসাফির লিরিক্স-Musafir Gojol
যেতে হবে খালি হাতে সঙ্গে কিছুই যাবে না লিরিক্স-Jete Hobe khali hate lyrics
সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত লিরিক্স -Se Kon Bondhu Bolo Lyrics
কালজয়ী সেরা গান। Salam Salam Hajar Salam। সালাম সালাম হাজার সালাম। Hujaifa Islam। Best Bangla Song
মাহে রমজান এলো বছর ঘুরে লিরিক্স- Mahe romjan elo bochor ghure lyrics
দৃষ্টি মোদের যায় যতদূর লিরিক্স-Dristi moder jay jotodur Lyrics
আয় কে যাবি সঙ্গে আমার লিরিক্স - Ay Ke Jabi Songe Amar Lyrics
এই ফরিয়াদ তোমার কাছে করি ওগো প্রভু লিরিক্স-Ei Foriad