ইয়া রব্বী লাকাল হামদ ওয়ারহাম-Ya Rabbi Lakal Hamd Lyrics
কথাঃ খাদিজা আক্তার রেজায়ী
সুরঃ আবুল আলা মাসুম
গায়িকাঃ হুমায়রা আফরিন ইরা ও নুসরাত জেরিন
আমি আকাশের আকার দেখি
আমি নীল নীল আকাশের আকার দেখি
আমি বাতাসের শব্দ শুনি
আমি ঝিরিঝিরি বাতাসের শব্দ শুনি
আমি সাগরের ঝিলিক দেখি
আমি ঝিলিমিলি সাগরের ঝিলিক দেখি
আমি পাহাড়ের হিসেব গুনি
আমি উঁচু নিচু পাহাড়ের হিসেব গুনি
এ পাহাড়,আকাশ কার?
জানি তার নাম
রব্বানা ওয়া লাকাল হামদ ওয়ারহাম
ইয়া রব্বী লাকাল হামদ ওয়ারহাম।।
সাগরের ঢেউয়ে ঢেউয়ে লেখা যার নাম
আকাশের মেঘ যাকে ডাকে অবিরাম
তাতো কেউ বোঝেনা
কেউ মানে খোঁজেনা
গ্রীষ্মের কড়া রোদে ঝরে কেন ঘাম।।
বৃষ্টির তালে তালে শুনি তার নাম
বাতাসের শব্দে তা শুনি অবিরাম
পাখিদের গানে গানে
সেই সুরই বাজে কানে
সন্ধ্যে সকালে তারা গায় যার নাম।।