বোমার আঘাতে বসতভিটা  সব পুড়ে হলো ছাই

কথা ও সুরঃ আব্দুল গাফফার

গায়িকা: হুমায়রা আফরিন ইরা

বোমার আঘাতে বসতভিটা 

সব পুড়ে হলো ছাই

খুন হয়ে গেছে আব্বু আম্মু

আদরের ছোট ভাই।

ফিলিস্তিনে আমরা শিশু  

আজ বড় অসহায়

হে দয়াময় রহম করো 

তোমার রহম চাই।।


আকাশ থেকে বজ্র সম 

বোম পড়ে শত শত

আমার মতই ছটফট করে 

কচিকাঁচা প্রাণ কত।

কত  শিশুর প্রাণ কেড়ে নেয় 

ইসরাইলের গুলি

ছিন্ন ভিন্ন লাশ দেখা যায় 

কেমনে এ শোক ভুলি?

মাজলুম মোরা তুমি ছাড়া আর

আমাদের কেহ নাই।

হে দয়াময় রহম করো 

তোমার রহম চাই।।


বিশ্বের সব শিশুরা কাটায় 

হেসেখেলে রাত দিন

আমরা কাটাই মৃত্যুভয়ে 

আহার নিদ্রাহীন।।


ফিলিস্তিনের আকাশ বাতাস 

কালচে ধোঁয়ায় ঢাকা

পাবো কি সেই সোনালী দিন 

আদর সোহাগ মাখা?

"নিশ্চয় পাবো" হতাশ হতে 

বারণ করেছ তুমি

লড়বো একাই বিশ্ববাসী 

থাক না সবাই ঘুমি।

বাইতুল আকসা বাঁচাতে না হয় 

দেবো এ জীবনটাই।

হে দয়াময় রহম করো 

তোমার রহম চাই।।


মুহাম্মাদের সা. দল লিরিক্স | MOHAMMADER DOL Lyrics
কলরব শিশুশিল্পীদের নতুন গজল | Amake Dao Pakhir Duto Dana | Kalarab | Holy Tune
ছোটদের মোনাজাত - জাইমা নূর
দুনিয়ার আগুনে হাত রেখে দেখো- লিরিক্স
আমার নবীর শান- Amar Nabir Shan
কোরবানি দাও এমন যাতে আল্লাহ খুশি হয় লিরিক্স-Qurbani Dao
অনাবিল সুখের পরশে হাসছে হৃদয় পাড়া লিরিক্স Ya Ramadan | ইয়া রমাদান | Kalarab Shilpigosthi
আমার আখি ফাকি দিয়ে Ma Amar Akhi Faki Diye Gojol Lyrics
হালাল হারাম যে মানেনা- লিরিক্স
বদর বিজয় শেষে এলো যে ক্বদর লিরিক্স-Bodor Bijoy Sheshe Elo Je Kodor