একদিন আমি মানুষ ছিলাম -Ekdin Ami Manush Chilam

কথা ও সুরঃ খাদিজা আক্তার রেজায়ী

গায়িকা: হুমায়রা আফরিন ইরা

একদিন আমি মানুষ ছিলাম 

আমার একটা নাম ছিলো

সবার মতো আমার দেহে

রক্ত পানি ঘাম ছিলো ।।


আমার দেহে শক্তি ছিলো

ছিলো মনের বল

জোর খাটিয়ে দেখিয়েছি

কতোনা কৌশল 

বিত্ত ছিলো তাই সমাজে

আমার অনেক দাম ছিলো ।।


গায়ের জোরে ধনের জোরে 

কথা বলেছি

অহংকার ও বাহাদুরির

সাথে চলেছি ।। 


নাম ধরে কেউ বলছেনা আজ

বলছে মরা লাশ

দাফন হবে জলদি কখন

নইলে সর্বনাশ 

রাত্রে সবাই আমার ঘরে

লাশের ভয়ে কাঁপছিলো ।।

আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু - Allahu Allahu Tumi Jalle Jalalu | Jaima Noor
কি হবে দুনিয়াদারি?-Ki Hobe Duniyadari
এসো গাই আল্লাহ নামের গান লিরিক্স -Eso Gai Allah Namer Gaan Lyrics
জ্বলছে আগুন এ বুকজুড়ে মাশুক পাইবারও আশায় লিরিক্স-jolse agun a buk jhure lyrics
ও নদী তুমি বইছো কেনো লিরিক্স-O Nodi Tumi Boicho Keno
জামানা বদলে গেছে | Baby Najnin | মানিকে মাগে হিতে বাংলা ভার্সন | Latest Song 2021
সারা বাংলার গ্রামে গঞ্জে লিরিক্স - Sara Banglar Grame Ganje lyrics
নবীর উম্মত দাবী করো কি করে তুমি লিরিক্স-Ummot Dabi Koro Ki Kore Tumi lyrics
কুরআন মধুর বানী ৩-Quran Modhur Bani 3
তোমার নামে তোমার গানে লিরিক্স-Tomar name Tomar gane lyrics