একদিন আমি মানুষ ছিলাম -Ekdin Ami Manush Chilam
কথা ও সুরঃ খাদিজা আক্তার রেজায়ী
গায়িকা: হুমায়রা আফরিন ইরা
একদিন আমি মানুষ ছিলাম
আমার একটা নাম ছিলো
সবার মতো আমার দেহে
রক্ত পানি ঘাম ছিলো ।।
আমার দেহে শক্তি ছিলো
ছিলো মনের বল
জোর খাটিয়ে দেখিয়েছি
কতোনা কৌশল
বিত্ত ছিলো তাই সমাজে
আমার অনেক দাম ছিলো ।।
গায়ের জোরে ধনের জোরে
কথা বলেছি
অহংকার ও বাহাদুরির
সাথে চলেছি ।।
নাম ধরে কেউ বলছেনা আজ
বলছে মরা লাশ
দাফন হবে জলদি কখন
নইলে সর্বনাশ
রাত্রে সবাই আমার ঘরে
লাশের ভয়ে কাঁপছিলো ।।