হিজল বনে পালিয়ে গেছে পাখি-Hijol Bon
গীতিকার, গোলাম মুহাম্মদ
মূল গায়ক, সুরঃ সাইফুল্লাহ মনসুর
হিজল বনে পালিয়ে গেছে পাখি
যতই তারে করুন কেঁদে ডাকি
দেয় না সাড়া নিরব গহীন বন
বাতাসে তার ব্যাথার গন্জরণ।
হিজল বনে পালিয়ে গেছে পাখি
যতই তারে করুন কেঁদে ডাকি
দেয় না সাড়া নিরব গহীন বন
বাতাসে তার ব্যাথার গন্জরণ।
হিজল বনে পালিয়ে গেছে পাখি...
কোথাও সাগর আঁকাশ মুখো-মুখি
কিংবা পাতা ফুলের লুকো-লুকি
কারো ছাড়ার নিবির নিমন্ত্রন
যেমন দিবস রাতের আলিংগন।
হিজল বনে পালিয়ে গেছে পাখি
যতই তারে করুন কেঁদে ডাকি
দেয় না সাড়া নিরব গহীন বন
বাতাসে তার ব্যাথার গন্জরণ।
হিজল বনে পালিয়ে গেছে পাখি...
বিচিত্র অনন্ত সংসার
সবাই শুধু ছুটছে দুর্নিবার
পাখির পাখায় সময় সন্দীপন
হ্র্দয় বুঝি তাই করে ক্রন্দন।
হিজল বনে পালিয়ে গেছে পাখি
যতই তারে করুন কেঁদে ডাকি
দেয় না সাড়া নিরব গহীন বন
বাতাসে তার ব্যাথার গন্জরণ।
হিজল বনে পালিয়ে গেছে পাখি...