মাটিরে দেহ মাটি খাবে-Matir Deho
গীতিকার, সুর ও সংগীত প্রযোজক: আবু উবায়দা
মাটিরে দেহ মাটি খাবে
কিসের বড়াই তা নিয়ে
এই রূপ লাবণ্য
ধন ও দৌলত 2
কি লাভ হবে তা দিয়ে! ঐ
মা বাবা ভাই বোন কি আত্মীয় -স্বজন
দেখো তোমার পূর্বের আছে কজন।
তাদের ছিলো শক্তি বা বাহাদুরী
কোথায় গেলো সে সকল আয়োজন
এমনি করে
চলে যাবে 2
রবে না কেহ ডানে বায়ে
নাফরমানির সব ক'টা দরজাতে
কড়া নেড়েছো মোন চাহি অজুহাতে
মন্দকাজে সবার আগে ছিলে তুমি
খোদার ডর ভয় ছিলো না তোমার দিলে
এমন জীবন
হইলে মরণ
পুড়বে কব রে গিয়ে