মাটিরে দেহ মাটি খাবে-Matir Deho

গীতিকার, সুর ও সংগীত প্রযোজক: আবু উবায়দা

মাটিরে দেহ মাটি খাবে

কিসের বড়াই তা নিয়ে

এই রূপ লাবণ্য

ধন ও দৌলত 2

কি লাভ হবে তা দিয়ে!  ঐ


মা বাবা ভাই বোন কি আত্মীয় -স্বজন

দেখো তোমার পূর্বের আছে কজন।

তাদের ছিলো শক্তি বা বাহাদুরী

কোথায় গেলো সে সকল আয়োজন

এমনি করে

চলে যাবে 2

রবে না কেহ ডানে বায়ে


নাফরমানির সব ক'টা দরজাতে

কড়া নেড়েছো মোন চাহি অজুহাতে

মন্দকাজে সবার আগে ছিলে তুমি

খোদার ডর ভয় ছিলো না তোমার দিলে

এমন জীবন

হইলে মরণ

পুড়বে কব রে গিয়ে

রমজানের নতুন গজল l Ramadan l রমাদান l Ramjan Music Video
স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা লিরিক্স- Sadinota chaini ami ei sadinota lyrics আইনুদ্দীন আল আজাদ
সত্যের সংগ্রামে ফোটা ফুল | Sotter Songrame Fota Ful | সাইমুম শিল্পী গোষ্ঠী
Eso He Ramadan । এসো হে রমাদন । Ramadan New Song 2020
মা গো আমার অনেক কিছু | Mago Amar Onek Kichu | সাইমুম শিল্পী গোষ্ঠী
নাম মুহাম্মাদ বোল রে মন নাম আহমদ বোল - জাইমা নূর
আমার নবীর শান- Amar Nabir Shan
Alor Jatri | আলোর যাত্রী | Bangla Best Islamic Song | Kalarab Shilpigosthi
মুক্তির পয়গাম কুরআন লিরিক্স
হামি ডাকছি তোমাকে, ইসলামের উঁচা ঘাঁটার দিকে -জাইমা নূর