এখনো আঁধার কাটেনিতো রাত-EKHONO ADHAR by Munaem Billah
এখনো আঁধার
কাটেনিতো রাত
এখনো আসেনি প্রভাত
এখনো ধরা
জুলুমে ভরা
এখনো জমিনে ক্ষুধার খরা
এখনো পৃথিবীতে
মানবতার আর্তনাদ
এখনো আসেনি প্রভাত
এখনো তিমিরে
ঢাকা শ্যামলী
এখনো ফুটেনি
পুস্পকলি
এখনো শৃঙ্খলে
বাঁধা দুটি হাত
এখনো আসেনি প্রভাত