গায়কঃ সাঈদ আহমদ
গীতিকারঃ নুরুজ্জামান ফিরোজ
সুরঃ সাঈদ আহমদ
ডিম চুরি হয় সিম চুরি হয়
রান্না ঘরের ভিম চুরি হয়
ঔষধি গাছ নিম চুরি হয়
কাগজ গোটা রিম চুরি হয়
আর চুরি হয় তোমার আমার
কাব্য কথার থিম
এসব দেখে আমরা মনুষ খাচ্ছি রে হিমসিম
চুরিতে যার নেইতো জুরি
তারযে কতো বাহাদুরি
অন্তরে তার মিস্ত্রি ছুরি
আরে প্রমাণ আছে ভুরি ভুরি
শব্দ চুরি, বাক্য চুরি, কোট কাচারীর সাক্ষ্য চুরি
হচ্ছে চুরি স্বপ্ন দেখার চোখ
চোরের দেশে ভালোর বেশে
ঘুরে বেড়ায় মুচকি হেসে
সাধু বাবার লোক
হায়রে
সাধু বাবার লোক
তাই আম জনতার বুকের ভেতর
রক্ত ক্ষরন শোক
হচ্ছে দেশের পুকুর চুরি
মাঝে মাঝে কুকুর চুরি
খবর মিডিয়ার
চোর ঠেকাতে ব্যস্ত দেশের পুলিশ বিডিআর
আকাম কুকাম যতই করো
চোরের মায়ের গোলাই বড়
দেখায় তারা নানা রকম খেলা
এমনি করে যায় চলে যায় বেলা
আমরা মানুষ তাদের ফানুষ
চোখ মুখ কান সব বন্ধ করে
দেখি শুধু চোরেরি খেলা
চলছে চোরের ছলচাতুরি
ওরে চোরের পিছে আমরাই ঘুরি
চোরের কথায় নিত্য উড়ি
নিজেই নিজের কবর খুড়ি
চোর গুলোকে ধরতে হবে
জেলের ভেতর ভরতে হবে
লাগলে সবার লড়তে হবে
দেশকে আবার গড়তে হবে
নয় হবে সব শেষ
চোর মুক্ত বাংলাদেশে
স্বপ্ন সকাল উঠবে হেসে
আসবে পরিবেশ
আসবে পরিবেশ দেশের আসবে পরিবেশ
আসবে পরিবেশ সুখের
আসবে পরিবেশ..