গায়কঃ সাঈদ আহমদ

গীতিকারঃ নুরুজ্জামান ফিরোজ

সুরঃ সাঈদ আহমদ

ডিম চুরি হয় সিম চুরি হয় 

রান্না ঘরের ভিম চুরি হয় 

ঔষধি গাছ নিম চুরি হয় 

কাগজ গোটা রিম চুরি হয়


আর চুরি হয় তোমার আমার 

কাব্য কথার থিম   

এসব দেখে আমরা মনুষ খাচ্ছি রে হিমসিম 


চুরিতে যার নেইতো জুরি 

তারযে কতো বাহাদুরি 

অন্তরে তার মিস্ত্রি ছুরি 

আরে প্রমাণ আছে ভুরি ভুরি 

শব্দ চুরি, বাক্য চুরি, কোট কাচারীর সাক্ষ্য চুরি


হচ্ছে চুরি স্বপ্ন দেখার চোখ 

চোরের দেশে ভালোর বেশে 

ঘুরে বেড়ায় মুচকি হেসে 

সাধু বাবার লোক

হায়রে 

সাধু বাবার লোক


তাই আম জনতার বুকের ভেতর 

রক্ত ক্ষরন শোক

হচ্ছে দেশের পুকুর চুরি

মাঝে মাঝে কুকুর চুরি 


খবর মিডিয়ার 

চোর ঠেকাতে ব‍্যস্ত দেশের পুলিশ বিডিআর 


আকাম কুকাম যতই করো 

চোরের মায়ের গোলাই বড়

দেখায় তারা নানা রকম খেলা 

এমনি করে যায় চলে যায় বেলা 


আমরা মানুষ তাদের ফানুষ 

চোখ মুখ কান সব বন্ধ করে 

দেখি শুধু চোরেরি খেলা 


চলছে চোরের ছলচাতুরি

ওরে চোরের পিছে আমরাই ঘুরি 

চোরের কথায় নিত্য  উড়ি 

নিজেই নিজের কবর খুড়ি


চোর গুলোকে ধরতে হবে 

জেলের ভেতর ভরতে হবে 

লাগলে সবার লড়তে হবে 

দেশকে আবার গড়তে হবে 


নয় হবে সব শেষ 

চোর মুক্ত বাংলাদেশে 

স্বপ্ন সকাল উঠবে হেসে 


আসবে পরিবেশ

আসবে পরিবেশ দেশের আসবে পরিবেশ

আসবে পরিবেশ সুখের

আসবে পরিবেশ..

তুমি যষ্টি মুকুল লিরিক্সTumi josti mukul lyrics
আমার কাবা আমার আকা-Amar Kaba Amar Aqa
ওয়াদা দিয়ে কাজ করেনা Munafiq Song | Islamic Song lyrics
মন মজাইয়া রে দিল মজাইয়া, মুর্শিদ লিরিক্স-Amar Mon Mojaiya Re Lyrics
সারা জগতের সেরা ভারতবাসী আমরা-Sara Jagater Sera Bharatbashi amra
আমি দেখিনি তোমায় চোখের তারায় -Ami Dekhini Tomay Lyrics সাঈদ আহমদ
মধুর সুরে দেশের গজল । Ma Tomar Chobi Aka । Bangla New Song By Kalarab 2018
আমার ভারত তোমার ভারত- Amar Bharat Tomar Bharat
হে খোদা দয়াময় রহমান রহিম - জাইমা নূর
নবী দিবসের সেরা গজল | Baby Najnin | দোনোজাহান মেতে উঠেছে | New Gojol 2021