স্বপ্ন আমার যত মনের মাঝে-Shopno Amar Joto Moner Majhe
গায়কঃ মাহফুজুল আলম ও তাওহিদ জামিল
গীতিকারঃ আল ফরহাদ
সুরঃ মুহাম্মদ বদরুজ্জামান
স্বপ্ন আমার যত মনের মাঝে
সাজাতে চাই আমি তোমার সাঁজে
প্রিয় রাসুল আমার
হৃদয়ে আছো তুমি মনে পড়ে
তোমায় বারে বার
তোমায় বারে বার
স্বপ্ন আমার যত মনের মাঝে
সাজাতে চাই আমি তোমার সাঁজে
মা আমেনার কোলে তুমি এলে,
দ্বিনের আলো ভবে জালিয়ে গেলে
সেই আলো ছড়ালো বিশ্ব জুরে
দূর হলো সকল আঁধার
দূর হলো সকল আঁধার
প্রিয় রাসুল আমার
হৃদয়ে আছো তুমি মনে পড়ে
তোমায় বারে বার
তোমায় বারে বার
কোর-আন হাদিস আজো আছে
থাকবে পৃথিবি যত দিন রবে
তোমার পথে যদি চলতে পারি
মুক্তি পাবো পরোপাড়
প্রিয় রাসুল আমার
হৃদয়ে আছো তুমি মনে পড়ে
তোমায় বারে বার
তোমায় বারে বার
মহান রবের পরে তুমি প্রিয়ো
শেষ বিচারের দিনে কাছে নিয়ো
তোমার পথে যদি চলতে পারি
হব যে প্রিয়ো খুদার
হব যে প্রিয়ো খুদার
প্রিয় রাসুল আমার
হৃদয়ে আছো তুমি মনে পড়ে
তোমায় বারে বার
তোমায় বারে বার
তোমায় বারে বার
তোমায় বারে বার