ওগো দয়াময়-Doyamoy
শিল্পীঃ ইকবাল এইচজে
সংগীতায়োজনঃ পারভেজ জুয়েল
গীতিকারঃ ফারজানা বিনতে ফরহাদ
সুরঃ ফারজানা বিনতে ফরহাদ ও ইকবাল এইচজে
হৃদয়ের সবটুকু ভালোবাসা দিয়ে
বাসতে চাই ভালো শুধু তোমাকে
হতে চাই প্রিয় শুধু তোমারি কাছে
তুমি ছাড়া এত আপন বলো কে আছে
ওগো দয়াময় ওগো মহা মহিম
তোমারি রঙে আমি হতে চাই রঙিন
কত যে দয়া করো কত যে করুণা
অবিরত কর যে ক্ষমা
ব্যাথিত হৃদয়ের জ্বালা
তুমি ছাড়া আর কেউ বোঝেনা
তুমি গফুর, তুমি রহিম
তুমি মালিক, কারিম
দুনিয়ার মোহে পড়ে করেছি কত ভুল
করেছি কত অবিচার
সব ভুল ক্ষমা করে
দিও তুমি, ওগো পরোয়ার
তুমি খালিক, তুমি হাকিম
তুমি বাশির, তুমি আ'লিম