তোমরা থাকো খুব আরামে যে দালানের পাচ তলাই-Tomra Thako Khub Arame
গায়কঃ ফজলে এলাহী সাকিব
গীতিকারঃ মনিরুল ইসলাম
তোমরা থাকো খুব আরামে যে দালানের পাচ তলাই
অরা থাকে রোগ ব্যরামে সেই শহরের গাছ তলাই (২)
যে ডাস্টবিন পেরিয়ে যেতে চেপে ধরো নাকগুলো
সেইখানেতেই খাবার খোজে ঐ মানুষ আর কাকগুলো (২)
ক্ষুধার জ্বালায় প্রাণ বাচেনা, নষ্ট পচা খাবার খাই নষ্ট পচা খাবার খাই
তোমরা থাকো খুব আরামে যে দালানের পাচ তলাই
অরা থাকে রোগ ব্যরামে সেই শহরের গাছ তলাই
ওদের পানে একটুখানি বাড়াও দয়ার হাতগুলো
গাছতলাতে একটু সুখে কাটুক ওদের রাতগুলো (২)
ওদের পানে না তাকালে, কেমনে ওরা বাচবে হায় কেমনে ওরা বাচবে হায়
তোমরা থাকো খুব আরামে যে দালানের পাচ তলাই
অরা থাকে রোগ ব্যরামে সেই শহরের গাছ তলাই (২)