Musafir Gojol by Abu Rayhan

গায়কঃ আবু রায়হান, মাহফুজুর রহমান জাবের, আরিফ আরিয়ান

আবদুর রহমান রাসেল

গীতিকারঃ তারেক আল মাহদী

সুরঃ এইচ আহমদ

জীবনের নদী তীরে হেঁটে চলি রোজ

কেটে যায় হায়াতের দিন

জানিনা কভু কোথায় উঠবে বেজে

এ চলার বিদায়ের বীণ (২)

পড়ে রবে হৃদয়ের সাতরঙা ক্যনভাস

থেমে যাবে সফরের রথ...


কুল্লু নাফসিন যাইকাতুল মাওত


শখের এই টাকাকড়ি দালান বাড়ি

কিছুই তো রবেনা অমর

শুভ্র বসন গাঁয়ে যেতে হবে একদিন

অচিন এই আঁধার কবর (২)

থাকতে সময় ফিরে এসো অবোধ মন

ঐ ডাকে কোরানের পথ....


এ ধরার মিছে মোহ মায়াতে ডুবে

করেছি তোমায় আমি পর

নাফরমানির রশি টেনে চলি অবিরাম

নেই বুকে মরনের ডর (২)

অপার রহম দিয়ে মুক্তি দিও সেদিন

বসবে তোমার আদালত....

হিজল বনে পালিয়ে গেছে পাখি । Hijol Bone । Jaima Noor
রসূলে খোদা হে, তু দিল কি আওয়াজে লিরিক্স Rasule Khoda by Abu Rayhan
ফুলেরা পাঁপড়ি মেলে দেয় - New Official Video
আয়েশা আব্দুল বাসিত এর জীবনী-Biography of Ayesha Abdul Basit
আমলে হও রাজা-Amole Hou Raza Gojo Humayra Afrin Era
হরেক রকম সৃষ্টি | HOREK ROKOM SRISTI আফিফা হাসান রাফা
কষ্ট যদি দাও গো খোদা - সবর দিলে দাও-kosto jodi dao go khoda sobor dile dao
Amar Moner Kabay। আমার মনের কাবায়। Tawhid Jamil। New Gojol
সে আমার নবী - Se Amar Nabi
খুশীর প্রভাত - জাইমা নূর