কি হবে ভাবতে অশ্রু ঝরে-Ki hobe Vabte Oshru Jhore
গায়ক: কে এম রফিকুল্লাহ রাফি
গীতিকারঃ আব্দুল কাদের হাওলাদার
সুরঃ রায়হান ফারুক
আমার যতো প্রিয় স্বজন (২)
আমার যতো প্রিয় স্বজন, হঠাত করে শুনবে মরন (২)
মাসজিদে এলান হওয়ার পরে
কি হবে ভাবতে অশ্রু ঝরে (২)
আমার যতো প্রিয় স্বজন
আমায় যখন পরাবে কাফন,গোরস্থানে করবে দাফন
আমায় যখন পরাবে কাফন
আমায় যখন পরাবে কাফন,গোরস্থানে করবে দাফন
চল্লিশ কদম যাওয়ার পরে
কি হবে ভাবতে অশ্রু ঝরে (২)
আমার যতো প্রিয় স্বজন
মুনকার নাকীর হবে হাজির,যখন হাতে উঠাবে শীর
মুনকার নাকীর হবে হাজির,
মুনকার নাকীর হবে হাজির,যখন হাতে উঠাবে শীর
যদি প্রভূর রহম না পাই ওরে
কি হবে ভাবতে অশ্রু ঝরে (২)
আমার যতো প্রিয় স্বজন
হাশর মাঠে হবে বিচার,ভয়ে কাপে হৃদয় আমার
হাশর মাঠে হবে বিচার,
হাশর মাঠে হবে বিচার,ভয়ে কাপে হৃদয় আমার
যদি নবী শাফায়াত না করে,
কি হবে ভাবতে অশ্রু ঝরে (২)
আমার যতো প্রিয় স্বজন
আমার যতো প্রিয় স্বজন (২)
আমার যতো প্রিয় স্বজন, হঠাত করে শুনবে মরন (২)
মাসজিদে এলান হওয়ার পরে
কি হবে ভাবতে অশ্রু ঝরে (২)
আমার যতো প্রিয় স্বজন