কি হবে ভাবতে অশ্রু ঝরে-Ki hobe Vabte Oshru Jhore

গায়ক: কে এম রফিকুল্লাহ রাফি

গীতিকারঃ আব্দুল কাদের হাওলাদার

সুরঃ রায়হান ফারুক

আমার যতো প্রিয় স্বজন (২)

আমার যতো প্রিয় স্বজন, হঠাত করে শুনবে মরন (২)

মাসজিদে এলান হওয়ার পরে

কি হবে ভাবতে অশ্রু ঝরে (২)

আমার যতো প্রিয় স্বজন


আমায় যখন পরাবে কাফন,গোরস্থানে করবে দাফন

আমায় যখন পরাবে কাফন 

আমায় যখন পরাবে কাফন,গোরস্থানে করবে দাফন

চল্লিশ কদম যাওয়ার পরে

কি হবে ভাবতে অশ্রু ঝরে (২)

আমার যতো প্রিয় স্বজন


মুনকার নাকীর হবে হাজির,যখন হাতে উঠাবে শীর

মুনকার নাকীর হবে হাজির,

মুনকার নাকীর হবে হাজির,যখন হাতে উঠাবে শীর 

যদি প্রভূর রহম না পাই ওরে

কি হবে ভাবতে অশ্রু ঝরে (২)

আমার যতো প্রিয় স্বজন


হাশর মাঠে হবে বিচার,ভয়ে কাপে হৃদয় আমার

হাশর মাঠে হবে বিচার,

হাশর মাঠে হবে বিচার,ভয়ে কাপে হৃদয় আমার

যদি নবী শাফায়াত না করে,

কি হবে ভাবতে অশ্রু ঝরে (২)

আমার যতো প্রিয় স্বজন


আমার যতো প্রিয় স্বজন (২)

আমার যতো প্রিয় স্বজন, হঠাত করে শুনবে মরন (২)

মাসজিদে এলান হওয়ার পরে

কি হবে ভাবতে অশ্রু ঝরে (২)

আমার যতো প্রিয় স্বজন

চিরকাল থাকবো না আমি এখানেই । জাইমা নূর
সুবহে সাদিক | SUBHE SADIK | সূর্য উঠার পরে যদি | সাইমুম lyrics
কলরব শিশুশিল্পীদের নতুন গজল | Amake Dao Pakhir Duto Dana | Kalarab | Holy Tune
আমার কাবা আমার আকা-Amar Kaba Amar Aqa
বলতে পারো কার তুলিতে লিরিক্স-Bolte Paro Kar Tulite Akash Holo Nil
তোমার দয়া আছে খোদা - Jaima Noor
মোবাইল নিয়ে যুগোপযোগী গজল - Baby Najnin - মোবাইলের অপব্যবহার - নতুন গজল 2021
রমজানের বাছাইকৃত ৭টি গজল | Selected Ramdan 7 Songs | Ramjan Gojol | Best Ramzan ২০২৪
বড়ই মধুর লাগে আমার-Boroi Modhur Lage Amar
Amar Moner Kabay। আমার মনের কাবায়। Tawhid Jamil। New Gojol