সাহারার তপ্ত মরুতে-Shaharar Topto Morute

গীতিকার, সুরঃ আব্দুর রাজ্জাক রাজু

কন্ঠ ও সঙ্গীত প্রযোজক: আবু উবায়দা


সাহারার তপ্ত মরুতে 

একটি ফুলযে ফুটলো,

যে ফুলের সুবাসে

বনে কত পাখি আর

অলিরাও মিছিলে ছুটলো।


যে ফুলের পরশে পাথর হলো খাঁটি সোনা,

সেই ফুলের রঙ নিয়ে হৃদয় এঁকেছে আল্পনা।

সেই ফুল হলো রে চাঁদ মোর মনো আকাশে ||

মিটিমিটি হেসে সে উঠলো...


আল্লাহ তা'লার প্রিয় ছিলো যেই ফুল,

নামছিলো তার মুহাম্মদ রাসূল(স)

যেজন নিলো তার সুঘ্রাণ সহসাই

চরণতলে সে লুটলো...

ইয়া সাইয়্যেদী | Ea Sayedee | Nawshad Mahfuz
ইসলাম মানে শান্তি করা আত্মসমর্পণ
এসো নারী এসো লিরিক্স-মুহিব খান-Eso Nari Eso lyrics
দুনিয়ার আগুনে হাত রেখে দেখো- লিরিক্স
তুমি তাউফিক দিয়ো প্রভু মোরে লিরিক্স-Tumi Tawfiq Dio
মায়ের কথা পড়লে মনে আমার বড় কষ্ট হয় | Amar Boro Kosto Hoy by Abu Ubayda
মা গো আমার অনেক কিছু | Mago Amar Onek Kichu | সাইমুম শিল্পী গোষ্ঠী
Allah Bolo - Kalarab | হৃদয়গ্রাহী ঘটনায় ইসলামী সঙ্গীত | Touching Story | Bangla Islamic Song
Muhammad - Kalarab | দারুণ সুরের গজল
একদিন মাটির ভিতরে হবে ঘর - Ekdin Matir Vitore Hobe Ghor