গোনাহের জাল-Gonaher Jaal Abu Ubayda
গীতিকার, কণ্ঠ ও সঙ্গীত প্রযোজক: আবু উবায়দা
সুরঃ মাসুম বিল্লাহ
কত গোনাহের জালে করেছি
নিজেকে নিজেই বিলীন,
আমার ধূসর এই নেকের খাতা
পাপে পাপে মলিন!
শেষ বিচারের হে অধিপতি
আমারে করো শুদ্ধ.....
চাই না আমি পাপে পাপে ভুলে
হয়ে থাকি সদা রুদ্ধ।
হে মাবুদ
হে মালিক
হে রাহিম
হে খালিক
বুঝে নাবুঝে করেছি যে ভুল
হবে কী আমার পাপের মাশুল!
যাপিত জীবন ভুগছে ভুলেই ভুলে
রং তামাশায় রেখেছি মেখে।
বিভোর নেশায় নিজেকে রেখে।
এ কোন জগৎ বসেছি আমি খুলে।
শেষ বিচারের হে অধিপতি
আমারে করো শুদ্ধ,
চাই না আমি পাপে পাপে ভুলে
হয়ে থাকি সদা রুদ্ধ।
হে মাবুদ
হে মালিক
হে রাহিম
হে খালিক
ঘোর আঁধার এক অচিনপুরে
বিশম ব্যাথায় হৃদয় পোড়ে
নুরের আলো পাবো কোনসে দূরে
তন্দ্রা বিভোর জীবনে আমার,
চন্দ্রালোকেও উনতা আভার,
সুর বাঁধেনি তারার মেলা জুড়ে
শেষ বিচারের হে অধিপতি
আমারে করো শুদ্ধ,
চাই না আমি পাপে পাপে ভুলে
হয়ে থাকি সদা রুদ্ধ।
হে মাবুদ
হে মালিক
হে রাহিম
হে খালিক