কিছু রাত আছে ভোর হয়না-Kichu Rat Ache Vor Hoy Na
গায়কঃ মুহাম্মদ বদরুজ্জামান
গীতিকারঃ আইনুদ্দিন আল আজাদ
কিছু রাত আছে ভোর হয়না, কিছু দিন আছে আলো দেয় না (২)
এমনই কিছু রাত দিন, আমার জীবন থেকে মোছা যাই না
কিছু রাত আছে ভোর হয়না, কিছু দিন আছে আলো দেয় না (২)
কিছু কিছু মন আছে চেনা যাই না
কিছু কিছু ক্ষণ আছে ভোলা যায় না (২)
এই মন আর ক্ষণ জীবনে কভু বদলায় না
কিছু রাত আছে ভোর হয়না, কিছু দিন আছে আলো দেয় না (২)
কিছু কিছু কষ্ট আছে ব্যাথা দেয় না
কিছু কিছু অশ্রু আছে ঝরে পড়ে না (২)
এমন দুঃখ জীবনে যেন আর আসে না
কিছু রাত আছে ভোর হয়না, কিছু দিন আছে আলো দেয় না (২)
এমনই কিছু রাত দিন, আমার জীবন থেকে মোছা যাই না
কিছু রাত আছে ভোর হয়না, কিছু দিন আছে আলো দেয় না (২)
সাম্প্রতিক মন্তব্য
#মাসুদ রানা
মাশআল্লাহ অনেক ভালো।