প্রভু গাই তোমার গান-Provu Gai Tomar Gan
গায়কঃ হাবিবুল্লাহ নূর ও সাইফুল্লাহ নূর
গীতিকারঃ সাইফুল্লাহ নূর
সুরঃ হাবিবুল্লাহ নূর
প্রভু তুমি মোদের গানে, তোমাকে খুজি রাত্রি দিনে (২)
তোমারই নামে ঝরে ঝর্না নহর (২) শুনি তোমার গুণগান,
সবকিছু তোমারই দান, সব গাহে তোমারই গান (৪)
পাহাড় চীরে ঝর্না ঝরে,নদী ছুটে বহুদুরে
তোমার নামের কথামালা,গাইলেই হৃদয় জুড়ে (২)
দোয়েল কোয়েল ডাকে,দোয়েল কোয়েল ডাকে কুহু কুহু শুনি তোমার গুণগান,
সবকিছু তোমারই দান, সব গাহে তোমারই গান (৪)
রাহিম তুমি,গাফুর তুমি,করুণার আধার তুমি,
গাছ-গাছালী,পাখ-পাখালী,সৃজন করিলে তুমি,
বনের কোকিল ডাকে,বনের কোকিল ডাকে মুহু মুহু শুনি তোমার গুণগান,
সবকিছু তোমারই দান, সব গাহে তোমারই গান (৫)