নাবীআল্লাহ হাবীবআল্লাহ-Nabiallah Habiballah

গায়ক: নজরুল ইসলাম ও ইলিয়াস আমিন

কথা ও সুরঃ আবদুস সালাম

সঙ্গীত পরিচালনাঃ মুহাম্মদ বদরুজ্জামান

নাবীআল্লাহ,নাবীআল্লাহ…হাবীবআল্লাহ,হাবীবআল্লাহ

নাবীআল্লাহ,নাবীআল্লাহ…হাবীবআল্লাহ,হাবীবআল্লাহ…শাফীআল্লাহ,শাফীআল্লাহ…রাসূলুল্লাহ,রাসূলুল্লাহ

নাবীআল্লাহ,নাবীআল্লাহ…হাবীবআল্লাহ,হাবীবআল্লাহ


নূর ছড়ালে তুমি হেরা হতে জগত মন,

লাত মানাতের দিন হলো শেষ আসলো রে বিজয় (২)

তপ্ত মরুর বুকে রহমের ধারা বয় (২) ওগো নবী ধন্য ধরা তোমার ওসিলায়

নাবীআল্লাহ,নাবীআল্লাহ…হাবীবআল্লাহ,হাবীবআল্লাহ

নাবীআল্লাহ,নাবীআল্লাহ…হাবীবআল্লাহ,হাবীবআল্লাহ…শাফীআল্লাহ,শাফীআল্লাহ…রাসূলুল্লাহ,রাসূলুল্লাহ

নাবীআল্লাহ,নাবীআল্লাহ…হাবীবআল্লাহ,হাবীবআল্লাহ


শান্তি সুখের ধরা,তুমি দিলে উপহার

সব জুলুমের অবসানে জয় মানবতার (২)

তোমার ছবি আকা এই হৃদয় আলপনায় (২) বন্ধু ওগো প্রিয়তম আলোক যোতির্ময়

নাবীআল্লাহ,নাবীআল্লাহ…হাবীবআল্লাহ,হাবীবআল্লাহ

নাবীআল্লাহ,নাবীআল্লাহ…হাবীবআল্লাহ,হাবীবআল্লাহ…শাফীআল্লাহ,শাফীআল্লাহ…রাসূলুল্লাহ,রাসূলুল্লাহ

নাবীআল্লাহ,নাবীআল্লাহ…হাবীবআল্লাহ,হাবীবআল্লাহ