এলো খুশির বরাত-Elo Khushir Barat Niye Shob E Barat

গায়ক: জাহিদ হাসান, ফজলে এলাহি সাকিব, জিহাদুল ইসলাম, আহনাফ খালিদ ও আসাদুল্লাহিল গালিব

কথা ও সুরঃ আহমেদ আবদুল্লাহ

সঙ্গীত পরিচালনাঃ মুহাম্মদ বদরুজ্জামান

এলো খুশীর বরাত নিয়ে শবে বরাত (২)

মুমিনেরই দেহে বহে খুশীর জোয়ার (২)

হবে পূণ্য রাতের মোলাকাত

এলো খুশীর বরাত নিয়ে শবে বরাত (২)


মাসজিদে মাসজিদে খুশীর এলান,

গুণ গুণগুন গুন ঘরে তাসবীহ কোরান (২)

পাড়ায় পাড়ায় পড়ে নতুন সাড়া(২) উপচে পড়ে প্রাণে খুশীর ধারা

হবে রবের তরে ইবাদাত,

এলো খুশীর বরাত নিয়ে শবে বরাত (২)

মুমিনেরই দেহে বহে খুশীর জোয়ার (২)

হবে পূণ্য রাতের মোলাকাত

এলো খুশীর বরাত নিয়ে শবে বরাত (২)


রাত জেগে বন্দেগী জান্নাতী সাজ,

প্রাণে প্রাণে চলে তাওহীদী রাজ (২)

পয়গাম এলো মুমিন পূন্য মাহের (২) দীলকে বানাও রবের ইবাদাতের

যদি চাও পেতে চাও নাজাত

এলো খুশীর বরাত নিয়ে শবে বরাত (২)

মুমিনেরই দেহে বহে খুশীর জোয়ার (২)

হবে পূণ্য রাতের মোলাকাত

এলো খুশীর বরাত নিয়ে শবে বরাত (৪)

আয় কে যাবি সঙ্গে আমার লিরিক্স - Ay Ke Jabi Songe Amar Lyrics
কেউ কাঁদে, কেউ হাসে লিরিক্স- Keu Kade Keu Hashe
আবার জেগে ওঠো লিরিক্স - Abar Jega Otho - জগ্রত কবি মুহিব খানা
পাথর মনে ভয় জাগেনা ভয় জাগিয়ে দাও লিরিক্স
মাহে রমজান-Mahe Ramzan
তাহাজ্জুদের গজল - জায়নামাজ | Jaynamaz - Kalarab | Official Islamic Video
একদিন আমি মানুষ ছিলাম লিরিক্স -Ekdin Ami Manush Chilam
মুসাফির লিরিক্স-Musafir Gojol
টিক টিক যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে লিরিক্স- Tik tik je ghorita Lyrics
আমার চোখে ভাইয়া তুমি হাজার তারার ফুল । জাইমা নূর । যায়িদ রুসাফি