ভুলে ভুলে ভরে গেছে জীবনের খাতা-Vule Vule Vore Geche
গায়ক: আবু রায়হান, ইকবাল মাহমুদ, নজরুল ইসলাম, হোসেন আদনান, মাহফুজুল আলম ও ইলিয়াস আমিন
কথা ও সুরঃ এস এম মঈন
সঙ্গীত পরিচালনাঃ মুহাম্মদ বদরুজ্জামান
ভুলে ভুলে ভরে গেছে জীবনের খাতা (২)
পাপের কালিতে কালো হলো সাদা পাতা,
ভুলে ভুলে ভরে গেছে জীবনের খাতা (২)
পলে পলে ক্ষয়ে গেছে জীবনের আয়ু,
কখন জানি শেষ হবে প্রানও বায়ু (২)
তবুও হৃদয় নদে জাগে না তো ঢেও (২)
যে ঢেও মুছে দেবে আবীলতা
ভুলে ভুলে ভরে গেছে জীবনের খাতা (২)
পাপের কালিতে কালো হলো সাদা পাতা,
ভুলে ভুলে ভরে গেছে জীবনের খাতা (২)
তিলে ইতিলে শেষ হওয়া মানে সে পরাজয়,
ভাঙ্গার পরেও গড়ো যদি সে হবে বড় জয় (২)
পাপে ভরা কালো পাতা দাও উলটে (২)
শুনে যাও জীবনের নববার্তা
ভুলে ভুলে ভরে গেছে জীবনের খাতা (২)
পাপের কালিতে কালো হলো সাদা পাতা,
ভুলে ভুলে ভরে গেছে জীবনের খাতা (৪)