ভুলে ভুলে ভরে গেছে জীবনের খাতা-Vule Vule Vore Geche

গায়ক: আবু রায়হান, ইকবাল মাহমুদ, নজরুল ইসলাম, হোসেন আদনান, মাহফুজুল আলম ও ইলিয়াস আমিন

কথা ও সুরঃ এস এম মঈন

সঙ্গীত পরিচালনাঃ মুহাম্মদ বদরুজ্জামান

ভুলে ভুলে ভরে গেছে জীবনের খাতা (২)

পাপের কালিতে কালো হলো সাদা পাতা,

ভুলে ভুলে ভরে গেছে জীবনের খাতা (২) 


পলে পলে ক্ষয়ে গেছে জীবনের আয়ু,

কখন জানি শেষ হবে প্রানও বায়ু (২)

তবুও হৃদয় নদে জাগে না তো ঢেও (২)

যে ঢেও মুছে দেবে আবীলতা

ভুলে ভুলে ভরে গেছে জীবনের খাতা (২)

পাপের কালিতে কালো হলো সাদা পাতা,

ভুলে ভুলে ভরে গেছে জীবনের খাতা (২)


তিলে ইতিলে শেষ হওয়া মানে সে পরাজয়,

ভাঙ্গার পরেও গড়ো যদি সে হবে বড় জয় (২)

পাপে ভরা কালো পাতা দাও উলটে (২)

শুনে যাও জীবনের নববার্তা

ভুলে ভুলে ভরে গেছে জীবনের খাতা (২)

পাপের কালিতে কালো হলো সাদা পাতা,

ভুলে ভুলে ভরে গেছে জীবনের খাতা (৪)

Amar Abba - আমার আব্বা
আলহামদুলিল্লাহ । জাইমা নূর
এই গুনাহগার প্রভু লিরিক্স-Ai Gunahgar provu doya sara lyrics
আল্লাহ আল্লাহ গজল লিরিক্স-Allah Allah Gojol Abu Rayhan Kalarab
বলতে পারো কার তুলিতে লিরিক্স-Bolte Paro Kar Tulite Akash Holo Nil
রোদের ভেতর ইলশে গুড়ি লিরিক্স-Roder Bhitor Ilshe Guri Lyrics
মুহাম্মাদ নাবীয়ানা লিরিক্স - Muhammad Nabiyana: Jaima Noor
প্রতিদিন কেটে যায় মাগো তুমি বীহিন- Vulte Parina Ma by Hujaifa Islam
রমজানের ঐ চাঁদ- Rmajaner Oi Chand
জাইমা নূর জীবনী Biography of Jaima Noor