রমজানের দীপ্ত আলো-Romjaner Dipto Alo Kalarab
গায়কঃ সাঈদ বিন শফিক, আতাউল্লাহ ফয়েজী, এইচ এম হাবিব ও রাকিবুল ইসলাম রাফি
গীতিকারঃ শাহনূর শাহীন
সুরঃ সাঈদ বিন শফিক
রমজানের ঐ দীপ্ত আলো নাও হে মুমিন অন্তরে,
প্রভুর প্রেমের নুরের বাতি দাও জ্বালিয়ে মনঃতরে (২)
প্রভুর প্রেমের নুরের বাতি দাও জ্বালিয়ে মনঃতরে
ত্যাগ তিতিক্ষা সংযমী হও,নাও দীক্ষা রমজানের,
ভালোবাসায় সিক্ত করো,দ্বার খুলে দাও সব প্রাণের (২)
অহংকারের অগ্নিশিখা দাও নিভিয়ে নম্রতায় (২)
পবিত্রতার পরশ দিয়ে আপন করো ভদ্রতায়
রমজানের ঐ দীপ্ত আলো নাও হে মুমিন অন্তরে,
প্রভুর প্রেমের নুরের বাতি দাও জ্বালিয়ে মনঃতরে (২)
প্রভুর প্রেমের নুরের বাতি দাও জ্বালিয়ে মনঃতরে
রহমতের ঐ ফাল্গূধারায় নাও কুড়িয়ে বারাকাত,
সদকাতে মন শুদ্ধ করো নাও চেয়ে নাও মাগফেরাত (২)
নাজাতের ঐ মহাক্ষনে প্রভুর ক্ষমা লও ডেকে (২)
নেক আমলের পূন্যতাতে পাপরাশিকে নাও ঢেকে
রমজানের ঐ দীপ্ত আলো নাও হে মুমিন অন্তরে,
প্রভুর প্রেমের নুরের বাতি দাও জ্বালিয়ে মনঃতরে (২)
প্রভুর প্রেমের নুরের বাতি দাও জ্বালিয়ে মনঃতরে (৩)