যেতে চাই তোমারই রওজা মদিনা-Madina Gojol

কথা, সুর ও গায়কঃ তাওহিদ জামিল

সঙ্গীত পরিচালকঃ মুহাম্মদ বদরুজ্জামান

সাউন্ড ডিজাইনঃ জয়নুল আবেদীন

মাদিনা মাদিনা মাদিনা মাদিনা

তোমার ই প্রেমে তে মন হলো যে দিওয়ানা

যেতে চাই তোমারই রওজা মদিনা (২)

মাদিনা মাদিনা মাদিনা মাদিনা (২)

তোমার ই প্রেমে তে মন হলো যে দিওয়ানা

যেতে চাই তোমারই রওজা মদিনা


রাসুলে আরাবী,তুমি আলোর রবি,

তোমারই প্রেমে সৃজন হলো এ সবই (২)

ওগো প্রিয় তুমি আমার আশার আলো (২)

সারা জনম তোমায় বেশে যাবো ভালো

মাদিনা মাদিনা মাদিনা মাদিনা 

যেতে চাই তোমারই রওজা মদিনা

তোমার ই প্রেমে তে মন হলো যে দিওয়ানা

যেতে চাই তোমারই রওজা মদিনা


তোমারই পরশে উজালা এ ভুবন

তোমায় ভেবে ভেবে যায় এ মন সারাক্ষন (২)

তোমার নামে দরুদ জপি সারাবেলা (২)

 ইয়া মুহাম্মাদ মুহাম্মাদ ইয়া কামলিওয়ালা

মাদিনা মাদিনা মাদিনা মাদিনা

যেতে চাই তোমারই রওজা মদিনা

তোমার ই প্রেমে তে মন হলো যে দিওয়ানা

যেতে চাই তোমারই রওজা মদিনা

মাদিনা মাদিনা মাদিনা মাদিনা (২)

বালাগাল উলাবি কামালিহি- Balaghal Ula bi Kamaalihi
সারা জগতের সেরা ভারতবাসী আমরা-Sara Jagater Sera Bharatbashi amra
আমি রাজার প্রজা, থাকি সরল সোজা - সাইমুমের গান
তুমি ছাড়া বাবা আমার । জাইমা নূর । Baba Amar । Jaima Noor
আমার গানের ভাষা জীবনের সাথে যেন লিরিক্স-Amar Ganer Bhasa
হাসবো কিনা কাঁদবো আমি । Baby Najnin
আবার আসুক বায়ান্ন লিরিক্স - Abar Asuk Bayanno Lyrics
শুদ্ধ করে সালাম শেখো জাইমা নূর-Shuddho Kore Salam Shekho
সুবহে সাদিক | SUBHE SADIK | সূর্য উঠার পরে যদি | সাইমুম lyrics
মোবারক ঈদ মোবারক-Mubarak Eid Mubarak