দাজ্জাল রুখো-Dajjal Rukho Lyrics

গানঃ রুখো দাজ্জাল

গায়কঃ সাঈদ আহমদ ও অন্যান্য

কথা ও সুরঃ সাঈদ আহমদ

রেকর্ড লেবেল: হলি টিউন স্টুডিও

ঐ মাহাদির সৈন্যরা গর্জে ওঠো,শহিদি তামান্না বুকে নিয়ে

সুফিয়ানা মতবাদ রুখতে হলে, এখন থেকে থাকো তৈরি হয়ে। (২)

আসবেই মহাকাল, রুখতে হবে দাজ্জাল। (২)


যার একহাতে থাকবে জান্নাত,একহাতে থাকবে জাহান্নাম

মানুষকে বলবে ডেকে ডেকে আমিই তো তোমাদের খোদা মহান (২)

যার দিলে থাকবে ঈমান,হবে না তো সে বেঈমান (২)

মুমিন বলবে ডেকে, ঈমান নিয়ে বুকে, নিশ্চিত তুই দাজ্জাল

আসবেই মহাকাল, রুখতে হবে দাজ্জাল। (২)


আজ বিশ্বের চারিদিকে,মুমিন মরছে ধুকে, একটু কি দিলে দয়া হয় না

ওরে কাপুরুষ ঘরে বসে, ভাবছো হিসাব কশে, এখনো তো সময় হলো না। (২)

মুমিনরা হয়ে যাবে মাজলুম,গাজওয়ায়ে হিন্দ ভাঙ্গাবে ঘুম

পদে পদে আসবে মসিবত, চারিদিকে পড়বে পাপের ধুম (২)

মুর্খরা গড়বে সমাজ, উঠে যাবে এলেম ও লাজ (২)

আসছে কেয়ামত রুখতে মসিবত, হাকছে আজান বেলাল

আসবেই মহাকাল, রুখতে হবে দাজ্জাল। (৩)

আলহামদুলিল্লাহ । জাইমা নূর
ও আল্লাহ্‌ কালিমা নসীবে মোর দিয়ো লিরিক্স-Kalima Nosibe Mor Diyo
কোন সাহসে চাও নেভাতে অগ্নিগিরি বল লিরিক্স-Kon Sahose Chaw Nevate lyrics
ভুলে ভুলে ভরে গেছে জীবনের খাতা লিরিক্স-Vule Vule Vore Geche
রাতের আঁধার কেটে কেটে আকাশে চাঁদ উঠল ঐ লিরিক্স
তুমি ছাড়া বাবা আমার । জাইমা নূর । Baba Amar । Jaima Noor
মাওলানা Maulana (English version) | (Cover) Jaima Noor
Mubarak Eid Mubarak | মুবারক ঈদ মুবারক | Eid Gojol | New Eid Song | Kalarab
মায়াবী যাদুমাখা কণ্ঠে নতুন গজল | Tomar Shane Naat Geye Jai | Qari Abu Rayhan | Bangla Islamic Song
নাও ডেকে রওজাতে তোমার লিরিক্স