দাজ্জাল রুখো-Dajjal Rukho Lyrics
গানঃ রুখো দাজ্জাল
গায়কঃ সাঈদ আহমদ ও অন্যান্য
কথা ও সুরঃ সাঈদ আহমদ
রেকর্ড লেবেল: হলি টিউন স্টুডিও
ঐ মাহাদির সৈন্যরা গর্জে ওঠো,শহিদি তামান্না বুকে নিয়ে
সুফিয়ানা মতবাদ রুখতে হলে, এখন থেকে থাকো তৈরি হয়ে। (২)
আসবেই মহাকাল, রুখতে হবে দাজ্জাল। (২)
যার একহাতে থাকবে জান্নাত,একহাতে থাকবে জাহান্নাম
মানুষকে বলবে ডেকে ডেকে আমিই তো তোমাদের খোদা মহান (২)
যার দিলে থাকবে ঈমান,হবে না তো সে বেঈমান (২)
মুমিন বলবে ডেকে, ঈমান নিয়ে বুকে, নিশ্চিত তুই দাজ্জাল
আসবেই মহাকাল, রুখতে হবে দাজ্জাল। (২)
আজ বিশ্বের চারিদিকে,মুমিন মরছে ধুকে, একটু কি দিলে দয়া হয় না
ওরে কাপুরুষ ঘরে বসে, ভাবছো হিসাব কশে, এখনো তো সময় হলো না। (২)
মুমিনরা হয়ে যাবে মাজলুম,গাজওয়ায়ে হিন্দ ভাঙ্গাবে ঘুম
পদে পদে আসবে মসিবত, চারিদিকে পড়বে পাপের ধুম (২)
মুর্খরা গড়বে সমাজ, উঠে যাবে এলেম ও লাজ (২)
আসছে কেয়ামত রুখতে মসিবত, হাকছে আজান বেলাল
আসবেই মহাকাল, রুখতে হবে দাজ্জাল। (৩)
সাম্প্রতিক মন্তব্য
#Sajib Rayhan
মাশাআল্লাহ#মতিউর রহমান
আমার অনেক অনেক প্রিয় একটা সংগীত। জাযাকাল্লাহ প্রিয় সাঈদ আহমেদ ভাই ❤️❤️❤️❤️