মালিক রে ভুলিয়া-Malikre Vulia Kalarab

গায়কঃ মুহাম্মদ বদরুজ্জামান

গীতিকারঃ আব্দুল কাদির হাওলাদার

সুরঃ মুহাম্মদ বদরুজ্জামান

হঠাৎ আজরাইল পাঠাইয়া তোরে নিতে পারে তুলিয়া,

কিসের আশায় রইলি রে মন মালিক রে ভুলিয়া,

ও তুই মালিক রে ভুলিয়া।(২)


ধন সম্পদ পাইয়া হাতে করলি জমিদারি,

ক্ষমতার অহংকারে করলি বাহাদুরি (২)

ও তোর রেশমি পোষাক সোনার আংটি(২)

নেবে স্বজনরা খুলিয়া, কিসের আশায় রইলি রে মন মালিক রে ভুলিয়া

ও তুই মালিক রে ভুলিয়া।

মালিক রে ভুলিয়া, ও তুই মালিক রে ভুলিয়া। 


ক্ষনে ক্ষনে কবর ডাকে আইরে আমার বাড়ী,

মাটির উপর থাকবি রে তুই দিন কয়েক চারি

ও তুই দিন দুই এক চারই(২)

আসতে তোর হবে একদিন(২)

সাদা কাফন পরিয়া 

কিসের আশায় রইলি রে মন মালিক রে ভুলিয়া

ও তুই মালিক রে ভুলিয়া।


হঠাত আজরাইল পাঠাইয়া তোরে নিতে পারে তুলিয়া,

কিসের আশায় রইলি রে মন মালিক রে ভুলিয়া,

ও তুই মালিক রে ভুলিয়া।(২)।

হামি ডাকছি তোমাকে, ইসলামের উঁচা ঘাঁটার দিকে -জাইমা নূর
হেরা হতে হেলে দুলে নুরানী তনু ও কে আসে হায়- জাইমা নূর । Jaima Noor
এলো কে কাবার ধারে লিরিক্স-Elo Ke Kabar Dhare Lyrics
আমাকে যখন কেউ প্রশ্ন করে লিরিক্স-Amake Jokhon Keu Proshno Kore lyrics
বাবা তোমায় ভালোবাসি লিরিক্স-Baba Tomay Valobashi Gojol
এখনো আঁধার কাটেনিতো রাত-EKHONO ADHAR by Munaem Billah
সাইমুমের জনপ্রিয় ইসলামী গান | Tomar Premer Rong | তোমার প্রেমের রঙ | Saimum Shilpigosthi |আলোর প্রভা
Amar Moner Kabay। আমার মনের কাবায়। Tawhid Jamil। New Gojol
নতুন ইসলামী সংগীত । Ami Chaina Bachte - Kalarab । Abu Rayhan And Mahfuzul Alam
কেউ কারো নয় - Kew Karo Noi