ওগো মা তুমি এই ধরণীর শ্রেষ্ঠ নেয়ামাত-Ei Dhoronir Srestho Neyamat
গীতিকার, সুর ও প্রধান গায়কঃ আল্লামা তারেক মনোয়ার
ওগো মা তুমি
এই ধরণীর শ্রেষ্ঠ নেয়ামাত
তোমারই পদতলে রয়েছে জান্নাত।।
এই পৃথিবী থাকতো ওগো
ফুল ও পাখি হীন
এই পৃথিবী থাকতো ওগো
মায়ামোহ হীন
যদি না পেত তোমার
মায়ারই হাত।।
কুরআনে আল্লাহ তায়ালা তারই পরে
মা- বাপের কথা দিলেন
তাদেরই প্রতি সদা এহসান তরে
এহসান তরে।।
তাদেরই খুশিতে যে
আল্লাহর সন্তোষ
তাদেরই রাগেতে রব
হয়যে অসন্তোষ
খোদারই রহম তারা
এ ধরার বারকাত।।