ওগো মা তুমি এই ধরণীর শ্রেষ্ঠ নেয়ামাত-Ei Dhoronir Srestho Neyamat

গীতিকার, সুর ও প্রধান গায়কঃ আল্লামা তারেক মনোয়ার

ওগো মা তুমি

এই ধরণীর শ্রেষ্ঠ নেয়ামাত 

তোমারই পদতলে রয়েছে জান্নাত।।


এই পৃথিবী থাকতো ওগো

ফুল ও পাখি হীন

এই পৃথিবী থাকতো ওগো

মায়ামোহ হীন

যদি না পেত তোমার 

মায়ারই হাত।।


কুরআনে আল্লাহ তায়ালা তারই পরে

মা- বাপের কথা দিলেন

তাদেরই প্রতি সদা এহসান তরে

এহসান তরে।।


তাদেরই খুশিতে যে

 আল্লাহর সন্তোষ 

তাদেরই রাগেতে রব

 হয়যে অসন্তোষ 

খোদারই রহম তারা

এ ধরার বারকাত।।

রাসুলের প্রেম- Rasuler Prem
আল্লাহ ওগো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও লিরিক্স
তোমাদের তরে আমার একটি অনুনয় লিরিক্স-Tomader Tore Ekti Onunoy lyrics
মন মানেনা যাব মদিনা-Mon Manena Jabo Madina
কোরাস কণ্ঠে দেশের গান | হৃদয়ের তুলি | HRIDOYER TULI | DESHER GAN | BANGLADESH | SAIMUM | সাইমুম | 4K
তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর লিরিক্স-Tomer sistri jodi hoy eto sundor Lyrics
মুক্তির পয়গাম কুরআন লিরিক্স
তোমার দয়া আছে খোদা জানি সকল দিকে-tomar doa ase khoda jani sokol dike
এলো শবেবরাত - Elo Shab-E-Barat
তুমি কত সুন্দর কি করে বোঝাই লিরিক্স- Tumi koto sundhor ki kore bujhai lyrics