বাবা তোমায় ভালোবাসি-Baba Tomay Valobashi Gojol

গানঃ বাবা তোমায় ভালবাসি

কথাঃ শাহজাহান শাহেদ

সুরঃ এস এম মঈনুল ইসলাম

গায়িকা: হুমায়রা আফরিন ইরা

অভিনয়ঃ আব্দুল আউয়াল ও আহমাদ

সাউন্ড ডিজাইন ও ভিডিও ডিরেক্টরঃ তানভীর খান

কস্টিউম ডিজাইনার: হাসনাহেনা আফরিন

প্রযোজকঃ আব্দুল আউয়াল

উপস্থাপনাঃ হাসনাহেনা আফরিন অফিসিয়াল

 তুমি আমার আকাশ বাবা

 তুমি চন্দ্র-তারা

 তুমি সাগর, পান্না-হীরা

 নদীর স্রোতধারা

 বাবা তোমায় ভালোবাসি

 তুমি আমার স্বপ্ন-আশা

 তুমি প্রাণের হাসি।।


 অনিন্দ্য এই জগত দেখি

 তোমার হাতটা ধরে

 জ্ঞানের প্রদীপ জ্বালাও মনে

 পরম যত্ন করে

 আমার জন্য রাখো জমা

 প্রীতি রাশিরাশি।।


 তোমার থেকে দ্বীন-দুনিয়া

 সকল কিছু জানি

 হরফ শিখি, কালাম পড়ি

 আল্লাহ রাসুল মানি।


 আমার সুখে করো বাবা

 তোমার জীবন তামা

 দেহের ঘামে জোগাড় করো

 খাদ্য, পোষাক-জামা।

 আমার জীবন করতে সফল

 থাকো অভিলাষী।।

একজন মুজাহিদ কখনো বসে থাকেনা লিরিক্স-Ekjon Mujahid Kokhono lyrics
Allah Bolo - Kalarab | হৃদয়গ্রাহী ঘটনায় ইসলামী সঙ্গীত | Touching Story | Bangla Islamic Song
আছে কিছু মানুষ-Ache Kichu Manush
খুকু যাবে চাঁদের গাঁয়ে-khuku jabe chader gaye
জীবনের সোনা ঝড়া দিন গুলো সব লিরিক্স
দুনিয়ার আগুনে হাত রেখে দেখো- লিরিক্স
এলো কে কাবার ধারে লিরিক্স-Elo Ke Kabar Dhare Lyrics
ইসলামী হুকুমত-কবি মুহিব খান
মাছরাঙ্গা দেখেছো কি রঙ্গিন ডানা লিরিক্স -Machranga Dekhecho ki
মধুর আমার মায়ের হাসি লিরিক্স - Madhur Amar Mayer Hasi Lyrics