কাগজ কুড়ায়-Kagoj Kuray Gojol Lyrics
কথাঃ ইয়াকুব আল হাসান
সুরঃ এস এম মঈনুল ইসলাম
গায়িকা: হুমায়রা আফরিন ইরা
সাউন্ড ডিজাইনঃ মাহদী হাসান
জিএফএক্স: আব্দুল্লাহ আল নোমান
অভিনয়ঃ আব্দুল আউয়াল
কস্টিউম ডিজাইনার: হাসনাহেনা আফরিন
চলচ্চিত্র পরিচালকঃ তানভীর খান
বাবা! ওরা কারা বলো
শুনবো আমি তাদের দুঃখ
আমায় নিয়ে চলো।
আমিতো বাবা স্কুলে যাই
ওরা তো যায় না
আমার মত শিক্ষার আলো
ওরা তো পায় না
ওদের কেন এত দুঃখ
আমায় তুমি বলো।
খালি গায়ে ঘুরে বেড়ায়
রাস্তার ধারে ধারে
ওরা কি বাবা আমার মত
খাবার খেতে পারে।
বস্তা কাঁধে কাগজ কুড়ায়
কাটায় ওদের দিন
আমি কত সুখে থাকি
ঘরটা কি রঙ্গিন
এত কষ্ট কেন ওদের
আমায় তুমি বলো। ঐ
আমার মত বাবার আদর
ওরা ও কি পায়
রাত্রি হলে কোথায় থাকে
কোথায় ওরা যায়।
শীতের দিনে কেমনে বাবা
ওদের রাত কাটে
দুঃখ কষ্টে হয়ত বাবা
ওদের বুক ফাটে।
নেই কি কেহ ওদের সহায়
আমায় তুমি বলো। ঐ
আপনার মতামত লিখুন