অন্যকে ঠকানো হুমায়রা আফরিন ইরা-Onnoke Thokano Gojol Humayra Afrin Era
কথাঃ কে এম মুনির হোসেন
সুরঃ গোলাম মওলা
গায়িকা: হুমায়রা আফরিন ইরা
সাউন্ড ডিজাইন ও ভিডিও ডিরেক্টরঃ তানভীর খান
প্রযোজকঃ আব্দুল আউয়াল
উপস্থাপনাঃ হাসনাহেনা আফরিন অফিসিয়াল
কেউ যখনই জিতে যায়
অন্যকে ঠকিয়ে
সে জানেনা দিনের শেষে
ঠকলো যে সে নিজে
অন্যকে ঠকিয়ে ভাই মনের খায়েশ যায় মিটা
সত্যিকারের অর্থ হলো মোটেও যায়না জিতা।।
আরেক জনের জন্য যদি
গর্ত খোঁড়া হয়
সেই গর্তে পড়বে নিজেই
নেই কোন সংশয়
শোন বন্ধু,পরের তরে গর্ত করোনা
থাকবে ভাল নিজে তুমি থাকবে সব জনা।।
কারো ক্ষতি করাই মানে
নিজের ক্ষতি হয়
এই কথাটা বুঝলে আগে
লাভ হবে নিশ্চয়
শোন বন্ধু, অন্য কারো ক্ষতি করোনা
থাকবে ভাল নিজে তুমি থাকবে সব জনা।।