সুবহানাল্লাহ -মুনাইম বিল্লাহ Subhanallah Gojol Munaem Billah

গায়ক: মুনাইম বিল্লাহ

এইচ আল বান্না দ্বারা পরিচালিত

লিরিক - কাজী শাহরিয়ার

সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 

সুবহানাল্লাহ রাব্বে কারীম সুবহানাল্লাহ রাব্বে আজিম 

তুমি চাও বলে বাঁচি 

তুমি চাও বলে মরি 

তুমি আমার খালিক জানি , তুমি আমার মালিক জানি 

তাই তোমারি তারিফ করি 

সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 

সুবহানাল্লাহ রাব্বে কারীম সুবহানাল্লাহ রাব্বে আজিম 


তুমি দাও অমিয় ধারা 

কলকল মধু নদী উজানে বহে 

তুমি দাও অমিয় ধারা 

কলকল মধু নদী উজানে বহে 

যত ঝড় রোদনো ধারা 

ছলছল সব ব্যাথা হৃদয়ে সহে 

তুমি দাও গ্লানি মুছে বারেবার 

তুমি দাও গ্লানি মুছে বারেবার 

তুমি যে মহা মহিম 

সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 

সুবহানাল্লাহ রাব্বে কারীম সুবহানাল্লাহ রাব্বে আজিম 


মেঘে মেঘে হয়েছে বেলা 

রিমঝিম নেমে আসে রহমের ঢল 

মেঘে মেঘে হয়েছে বেলা 

রিমঝিম নেমে আসে রহমের ঢল 

তোমার সৃষ্টি দেখে 

মায়াঘোরে ভরে যায় মন অবিচল 

কি মহিমা মেখে দাও বারেবার 

কি মহিমা মেখে দাও বারেবার 

তুমি যে দয়ালূ অসীম 

সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 

সুবহানাল্লাহ রাব্বে কারীম সুবহানাল্লাহ রাব্বে আজিম

হৃদয় ছুঁয়ে যাওয়া নতুন গজল। Paper Bojha । পাপের বোঝা। হলি টিউন। New Gojol 2022
চাঁদের বুড়ি চরকা কাটে চাঁদেরই দোলায়-chader buri chorka kate chaderi dolay
দৃষ্টি তোমার খুলে রাখো দীপ্র সৃষ্টির জন্য লিরিক্স-Drishti Tomar Khule Rakho lyrics
আমার আখি ফাকি দিয়ে Ma Amar Akhi Faki Diye Gojol Lyrics
প্রভু তুমি বলেছো রাসুল দেবে না লিরিক্স | Provu Tumi Bolecho Rasul Debe Na Lyrics
নতুন ইসলামী সংগীত । Priyo Banda । প্রিয় বান্দা | Arif Arian Kalarab
মন মজাইয়া রে দিল মজাইয়া, মুর্শিদ লিরিক্স-Amar Mon Mojaiya Re Lyrics
বন্ধু ভুলে যেওনা কখনো লিরিক্স- Bondhu Vule Jeyona Kokhono
হারিয়ে যাবো একদিন লিরিক্স Hariye Jabo Ekdin Lyrics
Hariye Jabo Ekdin | হারিয়ে যাবো একদিন | Qari Abu Rayhan