সুবহানাল্লাহ -মুনাইম বিল্লাহ Subhanallah Gojol Munaem Billah
গায়ক: মুনাইম বিল্লাহ
এইচ আল বান্না দ্বারা পরিচালিত
লিরিক - কাজী শাহরিয়ার
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ রাব্বে কারীম সুবহানাল্লাহ রাব্বে আজিম
তুমি চাও বলে বাঁচি
তুমি চাও বলে মরি
তুমি আমার খালিক জানি , তুমি আমার মালিক জানি
তাই তোমারি তারিফ করি
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ রাব্বে কারীম সুবহানাল্লাহ রাব্বে আজিম
তুমি দাও অমিয় ধারা
কলকল মধু নদী উজানে বহে
তুমি দাও অমিয় ধারা
কলকল মধু নদী উজানে বহে
যত ঝড় রোদনো ধারা
ছলছল সব ব্যাথা হৃদয়ে সহে
তুমি দাও গ্লানি মুছে বারেবার
তুমি দাও গ্লানি মুছে বারেবার
তুমি যে মহা মহিম
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ রাব্বে কারীম সুবহানাল্লাহ রাব্বে আজিম
মেঘে মেঘে হয়েছে বেলা
রিমঝিম নেমে আসে রহমের ঢল
মেঘে মেঘে হয়েছে বেলা
রিমঝিম নেমে আসে রহমের ঢল
তোমার সৃষ্টি দেখে
মায়াঘোরে ভরে যায় মন অবিচল
কি মহিমা মেখে দাও বারেবার
কি মহিমা মেখে দাও বারেবার
তুমি যে দয়ালূ অসীম
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ রাব্বে কারীম সুবহানাল্লাহ রাব্বে আজিম