নীল আসমান সবুজ পৃথিবী-Neel Asman Sobuj Prithibi Gojol

কথাঃ খাদিজা আক্তার রেজায়ী

সুরঃ মনিরুজ্জামান মনির

গায়িকা: হুমায়রা আফরিন ইরা

নীল আসমান সবুজ পৃথিবী 

যাহার সৃষ্টি সব

সকল তারিফ তোমারই জন্য 

তুমি আমার রব

সৃজন করেছো চন্দ্র-সূর্য

তোমারই তো এ নিখিল

আন্তা রব্বী আন্তা হাসবী 

আন্তা লী নে'মাল ওয়াকীল।।


তুমিতো দিয়েছো কতো নেয়ামত

করিনা শোকর তার

তোমারই দেয়া সে জীবন বিধান

ভেঙ্গে চলি বারেবার

তবুও তোমার ক্ষমার আশায়

দোয়ায় হই শামিল

আন্তা রব্বী আন্তা হাসবী 

আন্তা লী নে'মাল ওয়াকীল।।


ডুবে আছি যতো পাপাচারে আর

লোভ লালসার ভীড়ে

ভুলে গেছি সব নিষেধের বাণী

কি করে আসবো ফিরে

ওমর খালিদ হামযার দলে 

এ নাম করো শামিল

আন্তা রব্বী আন্তা হাসবী 

আন্তা লী নে'মাল ওয়াকীল।।


বিতাড়িত সেই ইবলিস আমায়

দেয়না সফল হতে

ওয়াসওয়াসা দিয়ে লালসায় ফেলে

টেনে নেয় ভুল পথে

আমার হৃদয়ে তার ছায়া যেন

পড়েনাকো এক তিল

আন্তা রব্বী আন্তা হাসবী 

আন্তা লী নে'মাল ওয়াকীল।।

বোমার আঘাতে বসতভিটা সব পুড়ে হলো ছাই লিরিক্স
বাবা তোমায় ভালোবাসি লিরিক্স-Baba Tomay Valobashi Gojol
ওগো আমার আদরিনি সোহাগিনি বোন লিরিক্স-Ogo amar Adorini Sohagini Bon
আল-কুরআনের বাতি মোরা লিরিক্স-Al quraner bati mora
ভালোবাসার ফুল লিরিক্স- হুমায়রা আফরিন ইরা
শিশুদের প্রিয় নবী (সা.) - হুমায়রা আফরিন ইরা