নীল আসমান সবুজ পৃথিবী-Neel Asman Sobuj Prithibi Gojol

কথাঃ খাদিজা আক্তার রেজায়ী

সুরঃ মনিরুজ্জামান মনির

গায়িকা: হুমায়রা আফরিন ইরা

নীল আসমান সবুজ পৃথিবী 

যাহার সৃষ্টি সব

সকল তারিফ তোমারই জন্য 

তুমি আমার রব

সৃজন করেছো চন্দ্র-সূর্য

তোমারই তো এ নিখিল

আন্তা রব্বী আন্তা হাসবী 

আন্তা লী নে'মাল ওয়াকীল।।


তুমিতো দিয়েছো কতো নেয়ামত

করিনা শোকর তার

তোমারই দেয়া সে জীবন বিধান

ভেঙ্গে চলি বারেবার

তবুও তোমার ক্ষমার আশায়

দোয়ায় হই শামিল

আন্তা রব্বী আন্তা হাসবী 

আন্তা লী নে'মাল ওয়াকীল।।


ডুবে আছি যতো পাপাচারে আর

লোভ লালসার ভীড়ে

ভুলে গেছি সব নিষেধের বাণী

কি করে আসবো ফিরে

ওমর খালিদ হামযার দলে 

এ নাম করো শামিল

আন্তা রব্বী আন্তা হাসবী 

আন্তা লী নে'মাল ওয়াকীল।।


বিতাড়িত সেই ইবলিস আমায়

দেয়না সফল হতে

ওয়াসওয়াসা দিয়ে লালসায় ফেলে

টেনে নেয় ভুল পথে

আমার হৃদয়ে তার ছায়া যেন

পড়েনাকো এক তিল

আন্তা রব্বী আন্তা হাসবী 

আন্তা লী নে'মাল ওয়াকীল।।

তোমার রহমের শিশির কনা লিরিক্স - Tomar rohomer shishir kona
মালেক ভাইয়ের মা কাশেম ভাইয়ের মা Ma- go Nawshad Mahfuz
আমার ভারত তোমার ভারত- Amar Bharat Tomar Bharat
আকাশে মেঘের দেশে | জাইমা নূর
ও রে নিশি গন্ধ্যা লিরিক্স - Ore Nishi Gondha Lyrics
ইয়াসের তোলপাড় করা গজল - Baby Najnin - আল্লাহ্ তোমার দয়া কত - New Official Video
মানুষ হবো সবার সেরা | Manush Hobo Sobar Sera lyrics | Saimum | সাইমুম
বন্ধু ভুলে যেওনা কখনো লিরিক্স- Bondhu Vule Jeyona Kokhono
আমি চাই মানুষের মত লিরিক্স-আইনুদ্দীন আল-আজাদ
হৃদয়কাড়া নতুন গজল । Hridoyer Gohin Bone । হৃদয়ের গহিন বনে । Kalarab । Holy Tune