Somman Lyrics Gazi Anas Rawshan
গায়কঃ গাজী আনাস রওশন
কথা ও সুর ইশাক আলমগীর
তুমি যাকে চাও সম্মান দাও
সুখেরই আবেশে তার জীবন রাঙাও
তুমি যাকে চাও সব কেড়ে নাও
বিপদ আর মাসিবাত শুধু ঢেলে দাও
চাওয়া পাওয়া সবকিছু
তুমার কাছে প্রভূ
তুমারই মুহাব্বাতে পুরাও আশা..
ইয়া মালিকাল মুলকি
তুয়তিল মুলকা মানতাশা
ওয়াতু ইজ্জু মানতাশা
ওয়াতু জিল্লু মানতাশা!
তুমি যাকে চাও প্রভু
নিয়ামাত দিয়ে রাখো
আনন্দ উল্লাসে করে বসবাস
কেউ বাঁচে হতাশায়
কষ্টের নদীতে
কারো তরে জীবন এক দীর্ঘ শ্বাস, ২
কাউকে দাও তুমি ইজ্জতী জিন্দেগী
জিল্লাতী নিয়ে কারো জীবন চলা,ঐ
সুখে পড়ে কেউ প্রভূ
ভুলে যায় তুমাকে
রঙে রঙে কেটে যায় দুদিন সময়
বেদনার অশ্রুতে
বয়ে যায় নদী কারো
খুঁজে ফিরে সর্বদা তুমার আশ্রয়, ২
কাউকে ক্ষমতা দিয়ে
হাসাও সুখের হাসি
কেউ সব হারিয়ে করে হতাশা, ঐ