Somman Lyrics Gazi Anas Rawshan

গায়কঃ গাজী আনাস রওশন

কথা ও সুর ইশাক আলমগীর

তুমি যাকে চাও সম্মান দাও 

সুখেরই আবেশে তার জীবন রাঙাও

তুমি যাকে চাও সব কেড়ে নাও 

বিপদ আর মাসিবাত শুধু ঢেলে দাও

চাওয়া পাওয়া সবকিছু 

তুমার কাছে প্রভূ

তুমারই মুহাব্বাতে পুরাও আশা..  

ইয়া মালিকাল মুলকি 

তুয়তিল মুলকা মানতাশা

ওয়াতু ইজ্জু মানতাশা 

ওয়াতু জিল্লু মানতাশা! 


তুমি যাকে চাও প্রভু 

নিয়ামাত দিয়ে রাখো

আনন্দ উল্লাসে করে বসবাস

কেউ বাঁচে হতাশায় 

কষ্টের নদীতে

কারো তরে জীবন এক দীর্ঘ শ্বাস, ২

কাউকে দাও তুমি ইজ্জতী জিন্দেগী 

জিল্লাতী নিয়ে কারো জীবন চলা,ঐ


সুখে পড়ে কেউ প্রভূ 

ভুলে যায় তুমাকে

রঙে রঙে কেটে যায় দুদিন সময়

বেদনার অশ্রুতে 

বয়ে যায় নদী কারো

খুঁজে ফিরে সর্বদা তুমার আশ্রয়, ২

কাউকে ক্ষমতা দিয়ে 

হাসাও সুখের হাসি 

কেউ সব হারিয়ে করে হতাশা, ঐ

বই পড় ভাই বই পড় লিরিক্স Boi Poro Vai Boi Poro
কেঁদো না বাবা ও মুস্তাফা - Kedona Baba O Mustafa
আকাশে মেঘের দেশে | জাইমা নূর
প্রতিদিন সারারাত ঘুম আসেনা || Baby Najnin | New Islamic Gojol 2021| নিউ গজল
জিহাদ করতে চাই আমি জিহাদ করতে চাই লিরিক্স -Jihad Korte Chai Ami Jihad Korte Chai
মেঘের পাখায় ভর করে এলোরে রমজান লিরিক্স
ও মোর আম্মিজান - O Mor Ammijan
এই সেই ঘর লিরিক্স- Ei sei ghor lyrics
প্রভু, শুকরিয়া জানাই লিরিক্স-Shukriya janai Lyrics
নামাজ নিয়ে অসাধারণ ইসলামী সংগীত । Salate Esho । সালাতে এসো । Tahsinul Islam । Khizir Muhammad