মসজিদে যেতে বাধা দিও না আমায়-Mosjide Jete Badha Diyona Amay
গায়কঃ গাজী আনাস রওশন
আমি আল্লাহ নামের জিকির করি,
আমি তার কাবাতে নামাজ পড়ি,
আমি আল্লাহ নামের জিকির করি,
আমি তার কাবাতে নামাজ পড়ি,
আমি আল্লাহ নামের জিকির করি
পড়বো নামাজ তার,
মসজিদে যেতে বাধা দিও না আমায়,
মসজিদে যেতে বাধা দিও না আমায়,
মসজিদে যেতে বাধা দিও না আমায়,
মসজিদে যেতে বাধা দিও না আমায়,
মানুষ হল আদম সন্তান সৃষ্টি একজনার,
তবে ভিন্ন ভিন্ন ধর্ম কেন মানবো ভিনাচার ২
আমি আদমেরি স্রষ্টাকে চাই,
আমি আদমেরি স্রষ্টাকে চাই,
তার জান্নাতে পেতে চাই
মসজিদে যেতে বাধা দিও না আমায়,
মসজিদে যেতে বাধা দিও না আমায়,
মসজিদে যেতে বাধা দিও না আমায়,
মসজিদে যেতে বাধা দিও না আমায়,
জন্ম-মৃত্যু সবই দেখি তারে দেখি না,
তার দিদারে শামিল হবো আমরা কজনা ২
আমি সেই আশাতে জপি তারে,
আমি সেই আশাতে জপি তারে,
মনের কষ্ট নিভাই।
মসজিদে যেতে বাধা দিও না আমায়,
মসজিদে যেতে বাধা দিও না আমায়,
মসজিদে যেতে বাধা দিও না আমায়,
মসজিদে যেতে বাধা দিও না আমায়,
আমি আল্লাহ নামের জিকির করি,
আমি তার কাবাতে নামাজ পড়ি,
আমি আল্লাহ নামের জিকির করি,
আমি তার কাবাতে নামাজ পড়ি,
আমি আল্লাহ নামের জিকির করি
পড়বো নামাজ তার,
মসজিদে যেতে বাধা দিও না আমায়,
মসজিদে যেতে বাধা দিও না আমায়,
মসজিদে যেতে বাধা দিও না আমায়,
মসজিদে যেতে বাধা দিও না আমায়,