শুকরান আল্লাহ-Shukran Allah Gojol Gazi Anas
গায়ক: গাজী আনাস রওশন ও জয়নাল আবেদিন একাত্তো
গীতিকারঃ আব্দুল কাদির হাওলাদার
আকাশের দিকে দেখ তাকিয়ে
মেঘের ভেসে যাওয়া
ফুলেরী খুশবু মাখা
মিষ্টি ভোরের হাওয়া
দেখে সূর্যের কিরণ
বলেনা তবু মন
অপরূপ সৃষ্টি কাহার
পাবে তুমি খুঁজে
ভেবে দুচোখ বুজে
অফুরন্ত রহমত আল্লাহতায়ালার
শুকরান আল্লাহ II
মেঘে ভেসে ভেসে যায়
ঐআকাশ নীলিমায়
নদী বয়ে যায় সাগর মোহনায়
থাকেযে রহমঘিরে
রাতের শেষআবিরে
বলেযে উঠে মন
কে করেছে সৃজন
সুবহানাল্লাহ-- II
রাতের তারায় তারায়
চাঁদেরঐ জোছনায়
বৃক্ষলতায় ঘেরা পাহাড় ঝরণায়
পাখিরা নিড়ে ফিরে
গোধুলী নদীর তীরে
বলেযে উঠে মন
দেখে বারি বর্ষণ
সুবহানাল্লাহ্-- II