শুকরান আল্লাহ-Shukran Allah Gojol Gazi Anas

গায়ক: গাজী আনাস রওশন ও জয়নাল আবেদিন একাত্তো

গীতিকারঃ আব্দুল কাদির হাওলাদার

আকাশের দিকে দেখ তাকিয়ে

মেঘের ভেসে যাওয়া

ফুলেরী খুশবু মাখা

মিষ্টি ভোরের হাওয়া

দেখে সূর্যের কিরণ

বলেনা তবু মন

অপরূপ সৃষ্টি কাহার

পাবে তুমি খুঁজে

ভেবে দুচোখ বুজে

অফুরন্ত রহমত আল্লাহতায়ালার

শুকরান আল্লাহ II


মেঘে ভেসে ভেসে যায়

ঐআকাশ নীলিমায়

নদী বয়ে যায় সাগর মোহনায়

থাকেযে রহমঘিরে

রাতের শেষআবিরে

বলেযে উঠে মন

কে করেছে সৃজন

সুবহানাল্লাহ-- II


রাতের তারায় তারায়

চাঁদেরঐ জোছনায়

বৃক্ষলতায় ঘেরা পাহাড় ঝরণায়

পাখিরা নিড়ে ফিরে

গোধুলী নদীর তীরে

বলেযে উঠে মন

দেখে বারি বর্ষণ

সুবহানাল্লাহ্-- II

মরমি গজল। Aj Achi Kal Nei। আজ আছি কাল নেই। Noor Hussain । Bangla Gojol
রহমের বৃষ্টিতে ভিজলো জমিন লিরিক্স-Rohomer Brishty Gojol Jaima Noor
ফেলে আসা দিন-Fele Asa Din
কালো জংশন | Abstract Song | Kalo Jongshon | Aminul Islam Mamun | Kalarab
Sami Yusuf - You Came To Me LYRICS -সামি ইউসুফ এর গজল
Hold my hand । Cover Song By Jaima Noor
এই ওলী আল্লাহর বাংলাদেশ লিরিক্স
ভালো লাগার মতো একটি গজল - Baby Najnin - এক আকা জানি মোর সাল্লেআলা - Official Video
টিক টিক যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে লিরিক্স- Tik tik je ghorita Lyrics
এই গুনাহগার প্রভু লিরিক্স-Ai Gunahgar provu doya sara lyrics