হারিয়ে যাবো একদিন-Hariye Jabo Akdin Gojol

গায়কঃ আরিফ আরিয়ান

কথা ও সুরঃ আমিনুল ইসলাম মামুন

হারিয়ে যাবো একদিন আমি রব না এই ভুবনে চির দিন

হারিয়ে যাবো একদিন আমি রব না এই ভুবনে চির দিন

ক্ষমা করে দিয়ো তোমরা আমায়, ক্ষমা করে দিয়ো তোমরা আমায়,

ভুল করে থাকি যদি কোনোদিন


হারিয়ে যাবো একদিন আমি, রব না এই ভুবনে চিরদিন

হারিয়ে যাবো একদিন আমি, রব না এই ভুবনে চিরদিন


বাঁশ বাগানে বা গোরস্থানে হয় তোহ দেবে মোরে কবর

তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর

বাঁশ বাগানে বা গোরস্থানে হয় তোহ দেবে মোরে কবর

তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর

পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনোদিন


হারিয়ে যাবো একদিন আমি রব না এই ভুবনে চির দিন

হারিয়ে যাবো একদিন আমি রব না এই ভুবনে চির দিন


ছোট্ট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পরে রবে

আঁধার কবরে আলোর প্রদীপ কেহ নাহি কভু জালবে

ছোট্ট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পরে রবে

আঁধার কবরে আলোর প্রদীপ কেহ নাহি কভু জালবে

থাকবে না কেউ জানি আমার পাশে

কাটাব একাকী রাত্রি দিন


হারিয়ে যাবো একদিন আমি রব না এই ভুবনে চির দিন

হারিয়ে যাবো একদিন আমি রব না এই ভুবনে চির দিন

হরেক রকম সৃষ্টি | HOREK ROKOM SRISTI আফিফা হাসান রাফা
একটি বছর পরে আবার লিরিক্স -Ekti Bochor Pore Abar lyrics
সাইমুমের দুই ক্ষুদে শিল্পীর কণ্ঠে বাবা গান-২ | বাবা সপ্ত-সমুদ্দুর | BABA SHOPTO SHOMUDDUR | SAIMUM
আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও লিরিক্স -Ami Chad Ke Boli Tumi Sundor Nou Lyrics
আল্লাহ আল্লাহ গজল লিরিক্স-Allah Allah Gojol Abu Rayhan Kalarab
ওয়াদা দিয়ে কাজ করেনা Munafiq Song | Islamic Song lyrics
ইয়াসের তোলপাড় করা গজল - Baby Najnin - আল্লাহ্ তোমার দয়া কত - New Official Video
রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ লিরিক্স- Romjaner oi rojar sheshe elo khushir eid lyrics
এলো শবেবরাত - Elo Shab-E-Barat
তোমরা থাকো খুব আরামে যে দালানের পাচ তলাই লিরিক্স-Tomra Thako Khub Arame