হারিয়ে যাবো একদিন-Hariye Jabo Akdin Gojol
গায়কঃ আরিফ আরিয়ান
কথা ও সুরঃ আমিনুল ইসলাম মামুন
হারিয়ে যাবো একদিন আমি রব না এই ভুবনে চির দিন
হারিয়ে যাবো একদিন আমি রব না এই ভুবনে চির দিন
ক্ষমা করে দিয়ো তোমরা আমায়, ক্ষমা করে দিয়ো তোমরা আমায়,
ভুল করে থাকি যদি কোনোদিন
হারিয়ে যাবো একদিন আমি, রব না এই ভুবনে চিরদিন
হারিয়ে যাবো একদিন আমি, রব না এই ভুবনে চিরদিন
বাঁশ বাগানে বা গোরস্থানে হয় তোহ দেবে মোরে কবর
তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর
বাঁশ বাগানে বা গোরস্থানে হয় তোহ দেবে মোরে কবর
তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর
পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনোদিন
হারিয়ে যাবো একদিন আমি রব না এই ভুবনে চির দিন
হারিয়ে যাবো একদিন আমি রব না এই ভুবনে চির দিন
ছোট্ট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পরে রবে
আঁধার কবরে আলোর প্রদীপ কেহ নাহি কভু জালবে
ছোট্ট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পরে রবে
আঁধার কবরে আলোর প্রদীপ কেহ নাহি কভু জালবে
থাকবে না কেউ জানি আমার পাশে
কাটাব একাকী রাত্রি দিন
হারিয়ে যাবো একদিন আমি রব না এই ভুবনে চির দিন
হারিয়ে যাবো একদিন আমি রব না এই ভুবনে চির দিন