মারহাবা সাদি মোবারাক মারহাবা-Marhaba Shadi Mubarak
গায়ক: আহমদ আবদুল্লাহ, মাহফুজুল আলম রহ. ও তাওহিদ জামিল
কথা ও সুরঃ আহমেদ আবদুল্লাহ
দুই পৃথিবী দুই মনের আজ একটি হৃদয়ে গাঁথা
মারহাবা সাদি মোবারাক মারহাবা
রাসূলের অনুসরনে বরকতের আজ সব দুয়ার
মারহাবা সাদি মোবারাক মারহাবা
(ব্যক্তির নাম) হুসাইন আদনান এর আজ সুভ পরিনয় মারহাবা
মহিয়সী (কনের নাম) সুভ পরিনয় মারহাবা
মা বাবা সাদি স্বাজনের বুকভরা চেয়ে দু’আ
একলা চলা পথের হলো আজকে অবসান ।
বাজবে এখন একি সুরে দুই জীবনের গান ।
নর নারীর জীবন খোঁজে পায় বিয়েতে পূর্নতা ।
মারহাবা সাদি মোবারাক মারহাবা
হয়নি দেখা যাকে লিখা ছিলো কপালে ।
বাঁধলো জীনব আজি তার প্রেমের শিকলে ।
পবিত্র এক বাঁধন বিয়ে জান্নাতি সুখে বাঁধা ।
মারহাবা সাদি মোবারাক মারহাবা
(ব্যক্তির নাম) হুসাইন আদনান এর আজ সুভ পরিনয় মারহাবা
মহিয়সী (কনের নাম) সুভ পরিনয় মারহাবা
মা বাবা সাথী স্বাজনের বুকভরা চেয়ে দু’আ
মারহাবা সাদি মোবারাক মারহাবা
সাম্প্রতিক মন্তব্য
#Emtiaj Mohammad Raihan
আমি একটা বিয়ের গজল বানাতে চাই#Bin Yameen
আলহামদুলিল্লাহ আহমদ আবদুল্লাহ ভাইয়ের কথা: সূর করা এই নাশিদটি খুবই চমৎকার