মারহাবা সাদি মোবারাক মারহাবা-Marhaba Shadi Mubarak

গায়ক: আহমদ আবদুল্লাহ, মাহফুজুল আলম রহ. ও তাওহিদ জামিল

কথা ও সুরঃ আহমেদ আবদুল্লাহ

দুই পৃথিবী দুই মনের আজ একটি হৃদয়ে গাঁথা

মারহাবা সাদি মোবারাক মারহাবা

রাসূলের অনুসরনে বরকতের আজ সব দুয়ার

মারহাবা সাদি মোবারাক মারহাবা

(ব্যক্তির নাম) হুসাইন আদনান এর আজ সুভ পরিনয় মারহাবা

মহিয়সী (কনের নাম) সুভ পরিনয় মারহাবা

মা বাবা সাদি স্বাজনের বুকভরা চেয়ে দু’আ


একলা চলা পথের হলো আজকে অবসান ।

বাজবে এখন একি সুরে দুই জীবনের গান ।

নর নারীর জীবন খোঁজে পায় বিয়েতে পূর্নতা ।

মারহাবা সাদি মোবারাক মারহাবা


হয়নি দেখা যাকে লিখা ছিলো কপালে ।

বাঁধলো জীনব আজি তার প্রেমের শিকলে ।

পবিত্র এক বাঁধন বিয়ে জান্নাতি সুখে বাঁধা ।

মারহাবা সাদি মোবারাক মারহাবা


(ব্যক্তির নাম) হুসাইন আদনান এর আজ সুভ পরিনয় মারহাবা

মহিয়সী (কনের নাম) সুভ পরিনয় মারহাবা

মা বাবা সাথী স্বাজনের বুকভরা চেয়ে দু’আ

মারহাবা সাদি মোবারাক মারহাবা

মিস্টার চাপাবাজ । Salman Sadi । Kalarab
মন মাঝি খবরদার আমার তরী যেন ভেড়ে না Mon Majhi । Nawshad Mahfuz
আমি ক্ষুদ্র তাই বুঝিতে পারিনা লিরিক্স-Ami Khudro Tai Lyrics
একদিন মাটির ভিতরে হবে ঘর - Ekdin Matir Vitore Hobe Ghor
দিন বদলের দিন এসেছে-জাগ্রত কবি মুহিব খান - din badoler din by muhib khan
হে খোদা মোর হৃদয় হতে লিরিক্স -He Khoda Mor hridoy hote
আজান হবে সবখানে | Azan hobe lyrics | পাহাড়ি আজান | Azan By Saimum | সাইমুম
ইস করম কা করুন শুকর কৈসে আদা-Is Karam Ka Karoon Shukr Kaise Ada (Baby Najnin)
সুবহানআল্লাহ লিরিক্স-Subhanallah Gojol Gazi Anas Rawshan
হিজল বনে পালিয়ে গেছে পাখি লিরিক্স-Hijol Bon