কবরের জীবন নিয়ে নাশীদ-Kobor Gojol Iqbal HJ

সুরঃ ইকবাল এইচজে

এ মাটির নিবিড় এক মমতায়

সৃষ্টি করেছো তুমি আমাকে,

অবনত শুধু যেন হই সিজদায়

স্মরে যাই যেন প্রভু তোমাকে।

মাটির ওই দেহখানি

সবি শেষ হবে তাও জানি

আড়ালে যাবে চলে সুখেরা।


مِنْهَا خَلَقْنَاكُمْ وَفِيهَا نُعِيدُكُمْ

 وَمِنْهَا نُخْرِجُكُمْ تَارَةً أُخْرَى


দুনিয়ার জীবনের শেষ লগনে

যেতে হবে চড়ে মৃত্যুর বোরাকে

পরিণত হবে প্রিয় দেহ খানি

মাটির ঐ নিদারুণ খোরাকে।

তবু কেন আজ আমার কাটে না যে ঘুম

কেন ভুলে আছি প্রভু তোমাকে।

 

মহা প্রলয়ের কঠিন দিবসে

তুমি সাজিয়ে বিচারের সভাকে

কবরের মাটি সব চিরে প্রভু

তুলে নেবে আসামীর ব্যারাকে।

ভুলে যাবো আমি হায় দুনিয়ার সব

বাবা মা ভাই বোন প্রিয়-তমাকে।


مِنْهَا خَلَقْنَاكُمْ وَفِيهَا نُعِيدُكُمْ

 وَمِنْهَا نُخْرِجُكُمْ تَارَةً أُخْرَى