KOBOR - Iqbal HJ [Official Video] কবরের জীবন নিয়ে নাশীদ - القبر
সুরঃ ইকবাল এইচজে
Lyric: Abu Salman Md Ammar
Tune: Iqbal HJ
Composition: Parvez Juwel
Creative Producer: Marjia Iqbal
Gfx: @SaadAlamin
Director: H AL Haadi
KOBOR LYRICS
এ মাটির নিবিড় এক মমতায়
সৃষ্টি করেছো তুমি আমাকে,
অবনত শুধু যেন হই সিজদায়
স্মরে যাই যেন প্রভু তোমাকে।
মাটির ওই দেহখানি
সবি শেষ হবে তাও জানি
আড়ালে যাবে চলে সুখেরা।
مِنْهَا خَلَقْنَاكُمْ وَفِيهَا نُعِيدُكُمْ
وَمِنْهَا نُخْرِجُكُمْ تَارَةً أُخْرَى
দুনিয়ার জীবনের শেষ লগনে
যেতে হবে চড়ে মৃত্যুর বোরাকে
পরিণত হবে প্রিয় দেহ খানি
মাটির ঐ নিদারুণ খোরাকে।
তবু কেন আজ আমার কাটে না যে ঘুম
কেন ভুলে আছি প্রভু তোমাকে।
মহা প্রলয়ের কঠিন দিবসে
তুমি সাজিয়ে বিচারের সভাকে
কবরের মাটি সব চিরে প্রভু
তুলে নেবে আসামীর ব্যারাকে।
ভুলে যাবো আমি হায় দুনিয়ার সব
বাবা মা ভাই বোন প্রিয়-তমাকে।
مِنْهَا خَلَقْنَاكُمْ وَفِيهَا نُعِيدُكُمْ
وَمِنْهَا نُخْرِجُكُمْ تَارَةً أُخْرَى